কলকাতা: বৃহস্পতিবার ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন কিংবদন্তী কপিল দেব নিখাঞ্জের একটি লজ্জাজনক রেকর্ড স্পর্শ করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। একই বছরে পাঁচবার শূন্য রানে আউট হলেন তিনি। ১৯৮৩ সালে এই নজির ছিল কপিলের। তাঁর সঙ্গে একাসনে বসে পড়লেন বিরাট।
এ বছর বিরাট প্রথম শূন্য করেন পুণেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে। এরপর ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধেও তিনি কোনও রান না করেই আউট হন। বিরাটের পরের দু’টি শূন্যও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। একটি একদিনের ম্যাচে এবং অপরটি টি-২০ ম্যাচে। এরপর বৃহস্পতিবার ইডেনে এল বছরের পঞ্চম শূন্য। বাংলাদেশের মাশরাফি মোর্তাজা ও জিম্বাবোয়ের গ্রেম ক্রেমার এ বছর তিনটি করে শূন্য করেছেন।
এক বছরে পাঁচটি শূন্য, কপিলের লজ্জাজনক রেকর্ড স্পর্শ করলেন বিরাট
Web Desk, ABP Ananda
Updated at:
16 Nov 2017 11:55 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -