IND Vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে ভারতের অধিনায়ক বিরাট কোহলি আরও একটি নজির গড়লেন। এই ম্যাচে ২৩তম রানে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই ৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রান সংগ্রহের রেকর্ড গড়ে ফেললেন তিনি। এক্ষেত্রে ভারতের প্রাক্তন ব্যাটিং তারকা সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলেছেন কোহলি।
কোহলি মাত্র ২৪২ ইনিংসে একদিনের ক্রিকেটে ১২০০০ রান সম্পূর্ণ করলেন। এর আগে একদিনের দ্রুততম ১২ হাজার রানে রেকর্ড গড়েছিলেন সচিন তেন্ডুলকর। ৩০০ ইনিংসে সচিন একদিনের ক্রিকেটে ১২ হাজার রান পূর্ণ করেছিলেন। সচিনের তুলনায় ৫৮ ইনিংস কম খেলে ১২ হাজার রানের মাইলস্টোনে পৌঁছলেন কোহলি।
বিরাট কোহলি ছাড়া বিশ্বের আরও পাঁচ ব্যাটসম্যান ১২ হাজার রান সম্পূর্ণ করার কৃতিত্ব অর্জন করেছেন। তাঁরা হলেন সচিন, সনৎ জয়সূর্য, কুমার সঙ্গাকারা, রিকি পন্টিং ও মাহেলা জয়বর্ধনে।
বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুত ৮ হাজার রান (১৭৫ ইনিংস), ৯০০০ রান (১৯৪ ইনিংস, ১০ হাজার রান (২০৫ ইনিংস) ও ১১,০০০ রান (২২২ ইনিংস)-সংগ্রহের কৃতিত্বও রয়েছে কোহলির দখলে।
ক্রিকেটের ইতিহাসে কোহলির দুরন্ত রেকর্ড কারুর অজানা নয়। আজকের ম্যাচ বাদ দিলে পর্যন্ত ২৫০ একদিনের ম্যাচে ৫৯.২৯ গড়ে তাঁর সংগ্রহ ছিল ১১,৯৭৭ রান। তাঁর সেঞ্চুরির সংখ্যা ৪৩, হাফসেঞ্চুরি ৫৯। একদিনের ক্রিকেটে কোহলির চেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে সচিনের। সচিনের শতরানের সংখ্যা ৪৯। বিরাট কোহলির কাছে সেই রেকর্ড ভাঙারও হাতছানি রয়েছে।
টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম দুটি ম্যাচে হেরে ইতিমধ্যেই সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। এদিন তিন নম্বরে ব্যাট করতে নেমে ৬৩ রানের ইনিংস খেললেন তিনি। দলের ১৫২ রানে আউট হন তিনি। ১৫২ রানে পঞ্চম উইকেট হারায় ভারত। কোহলি ৭৮ বলে ৬৩ রান করেন। তাঁর ইনিংস ছিল পাঁচটি চার।
IND vs AUS : একদিনের ক্রিকেটে সচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১২ হাজার রান কোহলির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Dec 2020 11:22 AM (IST)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে ভারতের অধিনায়ক বিরাট কোহলি আরও একটি নজির গড়লেন। এই ম্যাচে ২৩তম রানে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই ৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রান সংগ্রহের রেকর্ড গড়ে ফেললেন তিনি। এক্ষেত্রে ভারতের প্রাক্তন ব্যাটিং তারকা সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলেছেন কোহলি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -