ক্যানবেরা:

# ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩০২ রান তুলল ভারত। 

# শেষ পাঁচ ওভারে ৭২ রান তুলল ভারত। 

# দুরন্ত হার্দিক। ৭৬ রানে ৯২ রান করে অপরাজিত থেকেছেন তিনি। মেরেছেন ৭টা চার ও ১টি ছক্কা। অল্পের জন্য প্রথম শতরান হাতছাড়া হল। যোগ্য সঙ্গ জাডেজার। ৫০ বলে ৬৬ রানে অপরাজিত থেকেছেন।

# ষষ্ঠ উইকেটে ১৫০ রানে পার্টনারশিপ হার্দিক-জাডেজার। 

# ৩৬ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটের বিনিময়ে ১৬৭। 

# ৬৩ রানে আউট বিরাট কোহলি। 

# ব্যর্থ কে এল রাহুল (৫)। শুরু করেও বড় রান করতে পারলেন না শ্রেয়স (১৯)।

# ৩৩ রানে আউট শুভমন গিল। ৩৯ বলের ইনিংসে মেরেছেন ৩টি চার ও ১টি ছক্কা। 

# ১৬ রানে আউট শিখর ধবন।

মানুকা ওভালে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এদিনের প্রথম একাদশে চারটি পরিবর্তন ভারতের। অস্ট্রেলিয়ার প্রথম একাদশে তিনটি পরিবর্তন করা হয়েছে।

সিডনিতে প্রথম দুটি ম্যাচ হেরে ইতিমধ্য়েই একিদিনের সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। এখন তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচ জিতে টি-২০ সিরিজের আগে হারানো মনোবল ফিরে পেতে মরিয়া মেন ইন ব্লু।

সিডনির মানুকা ওভাল মাঠের ইতিহাসও অনেকটাই সিডনির মতো। এখানেও গত সাত ম্যাচে প্রথম ব্যাট করা দল জিতেছে। গড় রান এখানে হয় প্রায় ৩৫০। তবে, এখানকার বাউন্ডারিও বেশ বড়।

শেষ ম্যাচে মোট চারটি পরিবর্তন করল ভারত। আজ একদিনের ক্রিকেটে অভিষেক ঘটল বাঁহাতি পেসার টি নটরাজনের। এছাড়া প্রথম একাদশে এসেছেন শুভমান গিল, শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব। বাদ পড়েছেন যুযবেন্দ্র চহাল, মহম্মদ শামি, নবদীপ সাইনি ও ময়াঙ্ক আগরওয়াল।

অন্যদিকে, সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়া দলেও তিনটি পরিবরর্তন করা হয়েছে। অভিষেক ঘটল ক্যামেরন গ্রিনের। এছাড়া দলে এসেছেন অ্যাবট ও আগর। পিঠের চোটে বাদ পড়েছেন মিচেল স্টার্ক। বিশ্রাম দেওয়া হয়েছে ওয়ার্নার ও কামিন্সকেও। অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানান, তিনি ও লাবুশান ওপেনিংয়ের দায়িত্ব পালন করবেন।<

এক নজরে দুদলের প্রথম একাদশ

ভারত- শিখর ধবন, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কে এল রাহুল, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যসপ্রীত বুমরাহ ও টি নটরাজন।

অস্ট্রেলিয়া- অ্যারন ফিঞ্চ, মার্নাস লাবুশান, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, মোয়েজ হেনরিক্স, অ্যালেক্স কারে, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন আগর, শন অ্যাবট ও যশ হ্যাজেলউড।