বিশাখাপত্তনম: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ভারতীয় ব্যাটসম্যানদের তাণ্ডব। রোহিত শর্মা, কেএল রাহুলের শতরান। অর্ধশতরান শ্রেয়স আইয়ারের (৫৩)। ঝোড়ো ইনিংস খেলে স্কোরবোর্ড চারশোর কাছাকাছি নিয়ে যেতে গুরুত্বপূর্ণ যোগদান রয়েছে ঋষভ পন্থেরও (৩৯)। কেবল হতাশ করলেন বিরাট কোহলি।



প্রথম উইকেটেই ২২৭ রানের যুগলবন্দি। রোহিতের ১৫৯ রান ও রাহুলের ১০২ রানের ইনিংসের সুবাদেই শক্ত ভীতের ওপর দাঁড়িয়ে যায় টিম ইন্ডিয়া। তারপর ব্যাটিং লাইন আপ বরাবর যে ক্রিকেটারই ক্রিজে এসেছেন, চালিয়ে খেলেছেন। ব্যতিক্রমী কেবল বিরাট কোহলি। ৬ বছর পর ক্রিজে এসে একটি ডেলিভারি খেলেই ফিরে যেতে হল কোহলিকে। ভারতের ৩৮৭ রানের বিরাট স্কোরে কোহলির অবদান শূন্য।


রাহুল আউট হওয়ার পর বিরাট ব্যাটে নেমে প্রথম বলে আউট হয়ে ফিরে যান। কাইরন পোলার্ডের স্লোয়ার বাউন্সারে টপ এজ হয়ে রস্টন চেজের তালুবন্দি হন ভারত অধিনায়ক। গোল্ডেন ডাক। একদিনের আন্তর্জাতিকে ৬ বছর পর প্রথম বলে আউট হয়ে ফিরে যেতে হল তাঁকে। অতীতে টেস্ট এবং ওয়ান ডে মিলিয়ে ১৭ বার শূন্য রানে ফিরেছেন তিনি। এর মধ্যে টেস্টে ৫ বার এবং ওয়ান ডে-তে ১২ বার।


প্রসঙ্গত, বিরাট কোহলি এই ম্যাচের আগে পর্যন্ত ভাইজ্যাগে ৫টি ওয়ান ডে খেলেছেন। রান করেছেন ৫৫৬। গড় ১৩৯। এই পয়া মাঠেই আজ হতাশ হয়ে ফিরলেন ভারত অধিনায়ক।