জলপাইগুড়ি: যাত্রী সেজে উঠে চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে দুরপাল্লার বাসে ডাকাতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Sep 2020 09:51 PM (IST)
ময়নাগুড়ি ও ধুপগুড়ির মাঝে দূরপাল্লার বাসে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটলো। আটটা নাগাত ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি জলঢাকা সেতু সংলগ্ন এলাকায়।
জলপাইগুড়ি: ময়নাগুড়ি ও ধুপগুড়ির মাঝে দূরপাল্লার বাসে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটলো। আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি জলঢাকা সেতু সংলগ্ন এলাকায়। যাত্রীদের অভিযোগ. ডাকাতদল বন্দুক দেখিয়ে বাসের যাত্রীদের থেকে নগদ টাকা, সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে। বাসটি আসাম থেকে বহরমপুর যাচ্ছিল। যাত্রীদের অভিযোগ, ধুপগুড়ি থেকে যাত্রী সেজে বাসে ওঠে ৭-৮ জনের ডাকাত দল৷ এর পর জলঢাকা সেতু সংলগ্ন এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ডাকাত দল স্বমুর্তি ধারন করে। বাস চালককে মাথায় বন্দুক দেখিয়ে চালকের আসন থেকে সরিয়ে দিয়ে ডাকাত দলের সদস্যরা নিজেরাই বাস চালাতে শুরু করে। এরপর চালক সহ বাস কর্মীদের মারধর করে যাত্রীদের থেকে জিনিসপত্র -টাকাপয়সা নিয়ে পালিয়ে যায়। এরপর আতঙ্কিত বাস চালক ময়নাগুড়ি বাজারে বাস রেখে ময়নাগুড়ি থানায় আসেন। অভিযোগ দায়ের করা হয় ময়নাগুড়ি থানায়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।