বেঙ্গালুরু:  ডেথ ওভারগুলিতে অস্ট্রেলিয়ার দুরন্ত বোলিংয়েই বেঙ্গালুরুতে থমকে গেল ভারতের বিজয়রথ। এ কথা মানছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ ম্যাচ হারায় পরপর ১০ ম্যাচ জেতার লক্ষ্য পূর্ণ হল না টিম ইন্ডিয়ার।


৪৫ তম ওভারে ভারতের রান ছিল ৪ উইকেটে ২৮২। উইকেটে ছিলেন কেদার যাদব (৬৭) এবং মণীশ পান্ডে (৩৩)। জয়ের জন্য ৩৩৪ রানের লক্ষ্য তখন ধরাছোঁয়ার মধ্যেই মনে হচ্ছিল। কিন্তু ডেথ ওভারগুলিতে কেন রিচার্ডসন ও প্যাট কামিন্সের দুরন্ত বোলিংয়ে মর্যাদা রক্ষার লড়াইয়ে জয়ী হয় অস্ট্রেলিয়া।

ম্যাচের পর কোহলি বলেছেন, শেষের দিকে দারুন বোলিং হয়েছে অস্ট্রেলিয়ার। সঠিক সময়ে উইকেট নিতে পেরেছে ওরা। এর ফলে ভারতীয় দলের রান তোলার গতি থমকে গিয়েছে। হার্দিক পান্ড্য ও কেদার যাদব দারুন ব্যাটিং করছিল। এই জুটিতে ৪০-৫০ রান যোগ হলে ম্যাচের রঙ বদলে যেতে পারত।

শেষ পাঁচ ওভারে অস্ট্রেলিয়া খরচ করেছে মাত্র ৩১ রান। আর এতেই বিদেশে পরপর ১১ ম্যাচের পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে পারল তারা।

গতকালের ম্যাচেও হার্দিককে চার নম্বরেই পাঠানো হয়েছিল। অ্যাডাম জাম্পাকে দুটি ছয় মেরে শুরুটাও ভালোই করেছিলেন হার্দিক। কেদারের সঙ্গে জুটিতে হার্দিক ৭৮ রান যোগ করেন।

কোহলি বলেছেন, চার নম্বরে নেমে এভাবে ভালো পারফর্ম করলে ওই পজিশনে হার্দিক নিয়মিত হয়ে ওঠেবে।

গতকালের ম্যাচে হার্দিককে চার নম্বরে পাঠানোর সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন কোহলি। তিনি বলেছেন, ওই সময় স্পিনাররা বোলিং করছিল। ও যাতে দ্রুত কিছু রান স্কোরবোর্ডে যোগ করতে পারে সেজন্যই ওকে চার নম্বরে পাঠানো হয়েছিল। ইন্দোরের ম্যাচেও হার্দিক এটাই করেছিল। ওর ডিফেন্স দুর্দান্ত, ভালো টেকনিকও রয়েছে। ও শুধু স্লগারই নয়। ও যদি আরও বেশি আত্মবিশ্বাস পায় এবং কীভাবে ম্যাচের শেষ পর্যন্ত খেলতে হবে, বুঝে যায়, তাহলে ওকে নিয়মিত চার নম্বরেই দেখা যাবে।

কোহলি বলেছেন, রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাইয়ের জন্যই ভূবনেশ্বর, বুমরাহ ও কুলদীপকে বসানো হয়েছিল। উমেশ ও শামির বোলিংয়ে তিনি খুশি বলে জানিয়েছেন কোহলি।