লন্ডন: আজ লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারত। প্রথম একাদশে দুই স্পিনার নিয়ে খেলার সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট। এমনই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। গতকাল সাংবাদিক বৈঠকে লর্ডসের পিচের চরিত্র সম্পর্কে অভিমত জানান তিনি। কোহলি পিচের শুষ্কতার কথা বলতে গিয়ে জানান যে, দ্বিতীয় স্পিনার খেলানো হবে কিনা, তা নিয়ে বিবেচনা করে দেখা হচ্ছে। কোহলি বলেছেন, মনে হচ্ছে, এটা অলরাউন্ড উইকেট। ভালো খেলতে পারলে ব্যাটসম্যানরা রান পেতে পারে। আকাশ মেঘলা থাকলে সাহায্য পাবে সিমাররা। এরপর উইকেট যখন ভেঙে আসবে তখন সাহায্য পেতে পারে স্পিনাররা। তাই দুই স্পিনার নিয়েও নামার কথা ভেবে দেখা হচ্ছে। তবে দলের ভারসাম্যের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু দুই স্পিনার খেলানোর বিষয়টি অবশ্যই আলোচনার মধ্যে রয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল, দ্বিতীয় টেস্ট শুরুর দিন আগেও লর্ডসের পিচে বেশ ভালো পরিমাণ ঘাস ছিল। সেই ঘাস ছেঁটে ফেলা হবে বলে মনে করা হচ্ছে। ঘাস ছাঁটা না হলেও উইকেটের শুকনো ভাবটা রয়েই যাবে।
এ ধরনের পরিস্থিতিতে ভারতীয় দল দুই স্পিনার নিয়েই খেলতে নামতে পারে। দুই স্পিনার খেলানো হলে এখন দেখার আর অশ্বিনের সঙ্গে রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের মধ্যে কাকে বেছে নেওয়া হয়।
চার বছর পর ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে টেস্ট খেলতে নামছে ভারত। ২০১৪-র পাঁচ ম্যাচের সিরিজে ভারত জিতেছিল একমাত্র লন্ডনের এই স্টেডিয়ামের টেস্টে। মহেন্দ্র সিংহ ধোনির দল ৯৯ রানে হারিয়েছিল অ্যালেস্টার কুকের দলকে।