রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডের ৩৫০ রান তাড়া করে ৩ উইকেটে জয় পেয়েছে ভারত। ৬৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পরে পঞ্চম উইকেট জুটিতে বিরাট ও কেদার যাদব ২০০ রান যোগ করেন। বিরাট ১০৫ বলে ১২২ এবং কেদার ৭৬ বলে ১২০ রান করে দলকে জেতান।
২০০৮ সালে বিরাটের অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত আটবার ভারতীয় দল একদিনের ম্যাচে ৩০০ বা তার বেশি রান তাড়া করে জিতেছে। এর মধ্যে ৬টি ম্যাচেই শতরান করেছেন বিরাট। রান তাড়া করার ক্ষেত্রে তিনি মোট ১৭ বার শতরান করেছেন। এর মধ্যে ১৫টি ম্যাচেই ভারত জিতেছে। চাপের মুখে খেলা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বিরাট। সেই কারণেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ ভনও।