পুণে: ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্বের সেরা ব্যাটসম্যান বলে উল্লেখ করলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন। তাঁর মতে, ভিভ রিচার্ডস, সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারার সংমিশ্রণ হলেন বিরাট। তাঁর আক্রমণাত্মক অধিনায়কত্বেরও প্রশংসা করেছেন ওয়ার্ন।

এক আলোচনাসভায় ওয়ার্ন বলেছেন, চলতি সিরিজে ভারতই ফেভারিট। তবে ভারত যতটা সহজে জিতবে বলে মনে করা হচ্ছে, ততটা সহজ হবে না এই সিরিজ। অস্ট্রেলিয়া লড়াই করবে। যদিও তিনি স্বীকার করেছেন, বর্তমান অস্ট্রেলিয়া দল স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের উপর অত্যধিক নির্ভরশীল। এই সিরিজে অন্য খেলোয়াড়দেরও ভাল পারফরম্যান্স দেখাতে হবে। অস্ট্রেলিয়াকে আক্রমণাত্মক খেলতে হবে।