নয়াদিল্লি: ভারত-পাকিস্তানের বৈরিতা কারও অজানা নয়। দু’দল এক দশক ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। তা সত্ত্বেও পাকিস্তানে গত এক বছরে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা ক্রিকেটারের নাম বিরাট কোহলি। দেশের মতোই সীমান্তের ওপারেও প্রবল জনপ্রিয় ভারতের অধিনায়ক। দু’দেশের সম্পর্ক যেমনই থাকুক না কেন, পাকিস্তানের সাধারণ ক্রিকেটপ্রেমীদের কাছে বিরাটের জনপ্রিয়তা বেড়েই চলেছে।



পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে বিরাটের সম্পর্ক বেশ ভাল। তাঁর বিয়েতে পাকিস্তানের একাধিক ক্রিকেটার শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের মধ্যে আছেন প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিও। বিরাট ও অনুষ্কা ট্যুইট করে আফ্রিদিকে ধন্যবাদ জানিয়েছেন।



সোমবার ইতালিতে বিরাট-অনুষ্কার বিয়ে হয়েছে। তাঁরা এখন মধুচন্দ্রিমা যাপন করছেন। কয়েকদিন পরেই ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন বিরাট। বিয়ের পরেই পাকিস্তানে ক্রিকেটারদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে থাকা ভারতের অধিনায়কের কাছে নিঃসন্দেহে ভাল খবর। পাকিস্তানে গুগল সার্চে ক্রিকেটারদের মধ্যে বিরাটের পরে আছেন সরফরাজ আহমেদ, মহম্মদ আমির ও আহমেদ শেহজাদ।