দুবাই: ভারত-পাকিস্তান (Ind vs Pak) ম্যাচ মানেই বিরাট কোহলি (Virat Kohli) বনাম বাবর আজম (Babar Azam) দ্বৈরথ। বর্তমানে ক্রিকেটবিশ্বের সেরা ব্যাটার কে, বিরাট না বাবর, তা নিয়ে ক্রিকেট বিশ্বে জোরদার আলোচনা চলে। দুরন্ত ছন্দে আছেন বাবর। কিন্তু বিরাট একেবারেই নিষ্প্রভ। শেষ সেঞ্চুরি পেয়েছিলেন প্রায় তিন বছর আগে। ২০১৯ সালে, ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে। তারপর থেকেই বিরাটের ব্যাটে রানের খরা। আসন্ন এশিয়া কাপে তিনি কেমন খেলেন, দেখতে মুখিয়ে রয়েছে বিশ্বের সমস্ত ক্রিকেটপ্রেমী।
এর মাঝেই মাঠের বাইরে সৌজন্যের দারুণ এক ছবি তুলে ধরলেন বিরাট ও বাবর।
এশিয়া কাপের প্রস্তুতি শুরু করেছে প্রত্যেক দল। ভারত ও পাকিস্তানের দল বুধবার অনুশীলন করল জোরকদমে। পাকিস্তান দল প্রথমে মাঠে নামে এবং তারপর ভারতীয় দলও ট্রেনিং করতে পৌঁছয়। পাকিস্তান দল যখন নিজেদের অনুশীলন শেষ করে মাঠ ছাড়ছিল, তখন ভারতীয় দল মাঠে প্রবেশ করছিল। সেই সময়ে পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম ও ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি মুখোমুখি হয়েছিলেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে যুজবেন্দ্র চাহালকে আফগানিস্তানের খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে দেখা যায়। ভিডিওটিতে হার্দিক পাণ্ড্য এবং বিরাট কোহলির সঙ্গে রশিদ খানকে খোশমেজাজে দেখা গিয়েছে। সেই সময় বাবর আজম তাঁর সহ খেলোয়াড়দের নিয়ে মাঠের বাইরে যাচ্ছিলেন। তখন বিরাট কোহলিও মাঠে পৌঁছে যান। সেই সময়ে তাঁরা দুজনে একে অপরের সঙ্গে দেখা করেন। দুজনে করমর্দন করেন এবং সৌজন্য বিনিময়ও সারেন।
এশিয়া কাপের ১৫তম আসরে ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। ২৮ অগাস্ট দুবাইয়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এই ম্যাচের আগে গত বছর একই মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারের মুখে পড়তে হয়েছিল। সেই সময় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি এবং পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন বাবর আজম।
এশিয়া কাপের প্রস্তুতিতে খামতি রাখছেন না কোহলি। টুর্নামেন্টের সম্প্রচারকারী চ্যানেলের একটি অনুষ্ঠানে কোহলি বলেছেন, ‘ইংল্যান্ডে যা হয়েছিল তার ওপর কাজ করছি। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে না এমন কোনও সমস্যা রয়েছে যেটাকে নির্দিষ্ট ভাবে চিহ্নিত করা যাবে না। আমি জানি আমি ভাল ব্যাট করছি। যদি একবার মনে হয় আমি ছন্দে ফিরেছি, তাহলে বুঝব আমি ভাল ব্যাট করছি। ইংল্যান্ডে কিন্তু এরকম অনুভূতি হয়নি। ওখানে আমার মনে হয়নি যে, আমি ভাল ব্যাটিং করছি। তাই একটা দিক যেটা সকলের সামনে চলে আসতে পারে সেটা নিয়ে আমি প্রচুর পরিশ্রম করেছি। আর মনে হয় সমস্যা নেই।’