নয়াদিল্লি: দলের যে ক্রিকেটাররা কেবলমাত্র একটি ফর্ম্যাটেই খেলেন, তাঁদের বেতনের চুক্তি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে গত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কথা বলেছিলেন বিরাট কোহলি। তাঁর এই ভাবনা খুব শীঘ্রই বাস্তবায়িত হতে চলেছে, কারণ এবার এই ইস্যু নিয়ে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ আর্বিট্রেটর্স (সিওএ)-র সঙ্গে কথা বলেতে চলেছেন অধিনায়ক। আর তাঁকে এব্যাপারে সমর্থন দিতে হাজির থাকবেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং দলের হেড কোচ রবি শাস্ত্রী।


চলতি বছরেই দলের প্রথম সারির ক্রিকেটারদের চুক্তি দ্বিগুণ করা হয়েছে। কিন্তু, গত সেপ্টেম্বর মাসে বোর্ড বিপুল পরিমাণের আইপিএল সম্প্রচার-সত্ত্ব চুক্তি স্বাক্ষরিত করার পর ক্রিকেটাররা এখন আরও বেশি টাকার দাবি করছেন। গত ৩০ সেপ্টেম্বর ক্রিকেটারদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে তা নিয়ে বোর্ডের সঙ্গে রফা চালাচ্ছেন ক্রিকেটাররা।


বোর্ডের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, এক ফর্ম্যাটে খেলা এবং রঞ্জি খেলা ক্রিকেটারদের নিয়ে কোহলির উদ্বেগ যুক্তিসঙ্গত। কারণ, যে তরুণ ক্রিকেটার শুধুমাত্র আইপিএল খেলেন, তাঁদের আয় এখন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ওই কর্তা জানান, চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগেই চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের আয় বৃদ্ধি নিয়ে বোর্ডের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরেছিলেন তৎকালীন কোচ অনিল কুম্বলে। একইসঙ্গে, দলের নেতৃত্বের জন্য কোহলির অতিরিক্ত বেতনের দাবিও তুলেছিলেন তিনি।


এরপরই, কোহলির সঙ্গে আলাদা করে কথা বলেন বোর্ডের কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরি। তাঁর অভিযোগ, কোহলির মতো একজন টিমম্যানের পক্ষে এধরনের কথা শোভনীয় নয়। অধিনায়ক সেই সময় জানান, শুধু তাঁর নয়, দলের সব ক্রিকেটারদের নিয়ে তিনি ভাবছেন। বিশেষ করে, যাঁরা শুধুমাত্র একটি ফর্ম্যাটে খেলেন। ওই বোর্ড কর্তার মতে, কোহলির ভাবনার সঙ্গে সহমত হন অনিরুদ্ধ। অধিনায়কের এই দাবি গৃহীত হলে উপকৃত হবেন চেতেশ্বর পূজারার মতো ক্রিকেটাররা—যিনি শুধু টেস্ট খেলেন।


এর জন্য অর্থ তহবিল গড়ার একটি পরিকল্পনার রূপরেখাও তৈরি করা হয়েছে। ওই কর্তা জানান, টেস্ট ক্রিকেটারদের জন্য একটি পৃথক তহবিল গড়া হবে। আইপিএল নিলাম থেকে সেখানে অর্থ আসবে। কর্তা ব্যাখ্যা করেন, জাতীয় দলে না খেলা দেশী এবং ভিনদেশী ক্রিকেটারদের ক্ষেত্রে প্রাপ্ত টাকার একটি ঊর্ধ্বসীমা থাকবে। ফ্রাঞ্চাইজি ওই সংশ্লিষ্ট ক্রিকেটারের জন্য যত খুশি দর হেঁকে তাঁকে কিনতেই পারেন। কিন্তু, পুরো অর্থ ওই ক্রিকেটার পাবেন না। তিনি ওই ঊর্ধ্বসীমা পর্যন্তই টাকা পাবেন। বাকি অর্থ যাবে টেস্ট ক্রিকেটারদের জন্য তৈরি তহবিলে।