বিরাট সম্পর্কে উইজডেন বলেছে, ‘বিরাট কোহলি বারবার চ্যালেঞ্জের মুখে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ২০১৪ সালের ইংল্যান্ড সফরের পর থেকে চলতি বছরের নভেম্বরে কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট পর্যন্ত তাঁর গড় ৬৩। তিনি ২১টি শতরান এবং ১৩টি অর্ধশতরান করেছেন। তিনি বিভিন্ন রেকর্ড গড়েছেন। তিনিই একমাত্র ব্যাটসম্যান যাঁর আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্যাটেই অন্তত ৫০ গড় আছে। সম্প্রতি স্টিভ স্মিথও বলতে বাধ্য হয়েছেন, বিরাট কোহলির মতো কেউ নেই। সত্যিই বিভিন্ন কারণে সবার চেয়ে আলাদা তিনি। সচিন তেন্ডুলকরের অবসর ও মহেন্দ্র সিংহ ধোনির আস্তে আস্তে বিদায় নেওয়া পরবর্তী সময়ে আর কোনও ক্রিকেটার নিয়মিতভাবে এত চাপের মুখে খেলেননি।’
এর আগে মঙ্গলবার আইসিসি-র পক্ষ থেকে ট্যুইট করে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের চমকপ্রদ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। সেই ট্যুইটে জানানো হয়েছে, ‘চলতি দশকে বিরাট কোহলি ৫,৭৭৫ রান করেছেন এবং ২২টি শতরান করেছেন। এক্ষেত্রে তাঁর আগে কেউ নেই।’
চলতি বছরে ৬৪.০৫ গড়ে ২,৩৭০ রান করেছেন বিরাট। টানা চার বছর আন্তর্জাতিক ক্রিকেটে ২,০০০-এর বেশি রান করলেন তিনি। উইজডেনের দশকের সেরা টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বিরাট। উইজডেনের একদিনের দলেও সুযোগ পেয়েছেন তিনি। এছাড়া মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মা।