নয়াদিল্লি: প্রায় একমাস ভারতীয় দলের বাইরে থাকার পর পাকিস্তানের বিরুদ্ধে চলতি এশিয়া কাপেই (Asia Cup 2022) দলে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রানও করেন কোহলি। ভারত পাঁচ উইকেটে পাকিস্তানকে হারায়ও। তবে তা সত্ত্বেও কোহলির ব্যাটিং নিয়ে প্রশ্নচিহ্ন বহালই রয়েছে। অনেক বিশেষজ্ঞই দাবি করছেন কোহলি রান পেলেও, তাঁকে আত্মবিশ্বাসী মনে হয়নি। এবার কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার কপিল দেব (Kapil Dev) পাকিস্তান ম্যাচে কোহলির ব্যাটিং নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন।


কপিল দেবের মতামত


কপিলেরও কোহলির ব্যাটিং নিয়ে মতামত অনেকটা একইরকম। কপিলও মনে করছেন কোহলির শটগুলি আরও আত্মবিশ্বাস নিয়ে খেলা উচিত। তিনি বলেন, 'আমি বিরাট কোহলির ফর্ম নিয়ে খুব বেশি চিন্তিত নই। ও দলে ফিরেছে এটাই আমার জন্য খুশির খবর। কয়েকটা বেশ দৃ্ষ্টিনন্দন শটও মেরেছে ও। তবে আমি চাই ও আরও আত্মবিশ্বাস নিয়ে নিজের শটগুলি খেলুক। প্রথম ওভারেই ওর ক্যাচ পড়ায় ভাগ্যের সঙ্গও পেয়েছে। তবে যাই হোক, ও টিকে ছিল। ওর মানসিকতাটাই কিন্তু ওকে বাকিদের থেকে বড় খেলোয়াড় বানায়।'


দরকার একটি ইনিংস


বিশ্বজয়ী ভারতীয় অধিনায়কের মতে বিরাট কোহলির প্রয়োজন একটি ভাল ইনিংস, তাহলেই সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। 'রান যাই করুক, দেশের হয়ে খেলতে পারাটাই বিরাট গর্বের এবং সেটা সকলেরই বোঝা উচিত। ওর মনে রাখা প্রয়োজন ও দেশের হয়ে খেলছে। কোনও ব্যাটারই সব ম্যাচে শূন্য রান করে না। তবে আমার মনে হয় ওর যা প্রতিভা ও দক্ষতা রয়েছে, তাতে ওর দ্রুত ফর্মে ফেরা উচিত। ওর ফর্মে ফিরতে খালি একটা ভাল ইনিংসের প্রয়োজন এবং আমি নিশ্চিত শীঘ্রই সেই ইনিংসটা আসবে।' মত কপিলের।


আজ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলির কাছে আবারও গুরুত্বপূর্ণ রান করে ফর্মে ফেরার সুযোগ রয়েছে। কোহলি সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।  খাতায় কলমে হংকংকে দুর্বল প্রতিপক্ষ মনে হলেও, চার বছর আগে একই মাঠে এই দুই দলের সাক্ষাতে কিন্তু হংকং দারুণ লড়াই করেছিল এবং একটা সময় ভারতকে চাপেও ফেলে দিয়েছিল বটে। বর্তমান হংকং অধিনায়ক নিজাখাত খান ৯২ রানের ইনিংস খেলেছিলেন। শেষমেশ ভারত মাত্র ২৬ রানেই ম্যাচ জিততে পেরেছিল। তবে তা ছিল ৫০ ওভারের ম্যাচ, আজকের মতো টি-টোয়েন্টি নয়। কিন্তু অতীত থেকে অনুপ্রেরণা নিয়ে হংকং কিন্তু আজ ভারতকে আবারও চাপে ফেলতেই পারে। 


আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে পন্থের না খেলা নিয়ে কী বললেন জাডেজা?