মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। কিংবদন্তী সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর তুলনা অনেকদিন ধরেই চলছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কাল থেকে শুরু হতে চলা একদিনের সিরিজে সচিনের আরও একটি রেকর্ড স্পর্শ করার সুযোগ থাকছে বিরাটের সামনে। দেশের মাটিতে একদিনের আন্তর্জাতিকে ২০টি শতরান করেন সচিন। বিরাটের শতরান এখনও পর্যন্ত ১৯টি। ফলে এই সিরিজে শুধু সচিনকে স্পর্শ করাই নয়, ছাপিয়ে যাওয়ারও সুযোগ পাবেন ভারতের অধিনায়ক।
একদিনের আন্তর্জাতিকে সচিনের মোট শতরান ৪৯। বিরাট এখনও পর্যন্ত একদিনের আন্তর্জাতিকে ৪৩টি শতরান করেছেন। সচিনের মতোই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল খেলেন বিরাট। তিনি সচিনের অধিকাংশ রেকর্ডই ভেঙে দেবেন বলে আশাবাদী প্রাক্তন ক্রিকেটাররা।
সচিনের আরও একটি রেকর্ড স্পর্শ করা থেকে একধাপ দূরে বিরাট
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jan 2020 03:46 PM (IST)
একদিনের আন্তর্জাতিকে সচিনের মোট শতরান ৪৯। বিরাট এখনও পর্যন্ত একদিনের আন্তর্জাতিকে ৪৩টি শতরান করেছেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -