গতকাল রাতে বিসিসিআই-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার পান বুমরাহ। চেতেশ্বর পূজারাও দিলীপ সারদেশাই সম্মান পেয়েছেন। পুরুষদের ক্রিকেটে অভিষেকে সেরা পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন ময়ঙ্ক অগ্রবাল। তাঁর পাশাপাশি আন্তর্জাতিক ও ঘরোয়া জুনিয়র মহিলা ক্রিকেটে অভিষেকে সেরা পারফরম্যান্সের জন্য পুরস্কার পান শেফালি বর্মা। একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান করার জন্য পুরস্কার পেয়েছেন স্মৃতি মন্ধানা। জীবনকৃতী সম্মান পেয়েছেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও অঞ্জুম চোপড়া।