মুম্বই: ২০১৮-১৯ সালে সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পলি উমরিগড় ট্রফি এবং সারা বছর ধরে ভাল পারফরম্যান্সের জন্য দিলীপ সারদেশাই সম্মান পাওয়ার পরেও জসপ্রীত বুমরাহর মুখে হাসি নেই। জোড়া পুরস্কার হাতে গম্ভীর মুখে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে মজার ছলে যুবরাজ সিংহ লেখেন, ‘কেউ তোমার ট্রফি কেড়ে নিচ্ছে না জসসি, একটু হাসো। অনেক অভিনন্দন। তুমি এই পুরস্কার পাওয়ার যোগ্য।’



গতকাল রাতে বিসিসিআই-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার পান বুমরাহ। চেতেশ্বর পূজারাও দিলীপ সারদেশাই সম্মান পেয়েছেন। পুরুষদের ক্রিকেটে অভিষেকে সেরা পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন ময়ঙ্ক অগ্রবাল। তাঁর পাশাপাশি আন্তর্জাতিক ও ঘরোয়া জুনিয়র মহিলা ক্রিকেটে অভিষেকে সেরা পারফরম্যান্সের জন্য পুরস্কার পান শেফালি বর্মা। একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান করার জন্য পুরস্কার পেয়েছেন স্মৃতি মন্ধানা। জীবনকৃতী সম্মান পেয়েছেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও অঞ্জুম চোপড়া।