ম্যাঞ্চেস্টার: ৯ টা ম্যাচ হয়ে গেল, ভারত তার মধ্যে ৭টি খেলায় জিতে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় সবার শীর্ষে। ৮ ইনিংসে বিরাটের ব্যাট থেকে এসেছে ৫টি অর্ধশতরান। তবে সুযোগ থাকলেও আসেনি শতরান। কেন এমনটা হচ্ছে? বিরাটের উত্তর, চলতি বিশ্বকাপে তিনি নোঙরের ভূমিকা পালন করছেন। আর সেটা করছেন কারণ, শুরুর দিকে ভারতীয় ইনিংসের বুনিয়াদ গড়ে দিচ্ছেন তাঁর ডেপুটি।


হ্যাঁ রোহিত শর্মার বিধ্বংসী ফর্মের কারণেই ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। মাঝের ওভারে সতীর্থকে সঙ্গত করে ইনিংসকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে হার্দিক, ধোনি এবং ঋষভের মতো কেউ এসে বড় শট খেলতে পারেন, এই মানসিকতা নিয়েই ব্যাটিং করছেন রান মেশিন। সেমি ফাইনালের আগে নিজের ব্যাটিং নিয়ে একথাই সাংবাদিকদের জানিয়ে গেলেন বিশ্বের এক নম্বর ওয়ান ডে ব্যাটসম্যান।


মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে কিউদের বিরুদ্ধে নামবে ভারত। সেমিফাইনাল ম্যাচ। কোনও ভুলের জায়গাই আর এখানে নেই। জিতলে লর্ডসের টিকিট, আর হারলে উঠতে হবে ভারতগামী বিমানে। এই পরিস্থিতিতে কোহলি তাঁর ভূমিকা নিয়ে কোনও রকম এক্সপেরিমেন্টের পথে হাঁটতে নারাজ। তাঁর কথায়, “আমি এই বিশ্বকাপে মিডল অর্ডারে সময় কাটিয়ে  অনেক কিছু শিখেছি। এই ধরনের ভূমিকাও পালন করতে হয়।” তাঁর সংযোজন, “অধিনায়ক হিসেবে দলের জন্য যেকোনও ভূমিকা পালন করতেই আমি প্রস্তুত। রোহিত (শর্মা) ধারাবাহিকভাবে পারফর্ম করছে। যার ফলে ইনিংসে পরের দিকে ব্যাট করতে নেমে মাঝের ওভারে আমাকে খেলাটা ধরে রাখতে হচ্ছে। এতে শেষের দিকে হার্দিক, কেদার, এমএস এবং ঋষভরা এসে বড় শট খেলতে পারছে। এই ধরনের ভূমিকা পালন করা ওয়ান ডে ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ। প্রয়োজনে আমি নিজেও পরের দিকে বড় শট করতে পারি।”


উল্লেখ্য, চলতি বিশ্বকাপে ৮ ইনিংসে এখনও পর্যন্ত ৪৪২ রান এসেছে বিরাটের ঝুলিতে। সর্বোচ্চ ৮২। গড় ৬৩.১৪। স্ট্রাইকরেট ৯৫.০৫।