সোমবার ৪৭ বছর সম্পূর্ণ করলেন সৌরভ। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক পা দিলেন আটচল্লিশে। তাঁকে নিয়ে উচ্ছ্বাসে ভাসছে তামাম অনুরাগীরা। সৌরভ নিজে এখন বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার জন্য রয়েছেন ইংল্যান্ডে। সেখানেই তিনি কেক কাটেন। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন সৌরভ।
বিশ্বকাপে তাঁর সঙ্গেই ধারাভাষ্য দিচ্ছেন সচিন। একসময় ওপেনার হিসাবে প্রতিপক্ষ বোলারদের বিনিদ্র রজনী উপহার দিয়েছে সচিন-সৌরভ জুটি। অবসরের পর মাইক্রোফোন হাতেও সমান সাবলীল দুজনে। বন্ধু ও সতীর্থকে শুভেচ্ছা জানাতে কোনও কার্পণ্য করেননি সচিন। তিনি সৌরভের সঙ্গে অনূর্ধ্ব ১৫ বিভাগে খেলার সময়কার একটি ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, ‘শুভ জন্মদিন দাদি। তোমার সঙ্গে অনূর্ধ্ব ১৫ দলে খেলা থেকে শুরু করে এখন একসঙ্গে ধারাভাষ্য দেওয়া পর্যন্ত দারুণ সফর। আগামী বছর দুর্দান্ত কাটুক।’