ছোটবেলার ছবি পোস্ট করে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা সচিনের, লিখলেন অনূর্ধ্ব ১৫ দলে খেলা থেকে একসঙ্গে ধারাভাষ্য দেওয়া, তোমার সঙ্গে সুন্দর সফর
Web Desk, ABP Ananda | 08 Jul 2019 06:44 PM (IST)
সোমবার ৪৭ বছর সম্পূর্ণ করলেন সৌরভ
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকর ও সৌরভের ওপেনিং জুটি সবচেয়ে ফলপ্রসু। তাঁদের জুটিতে ভারতের হয়ে ১৩৬ ম্যাচে ৬৬০৯ রান রয়েছে। দুজনের মধ্যে ২১ টি শতরানের পার্টনাশিপ রয়েছে।
লন্ডন: তাঁদের দুজনের সখ্যতা সকলের কাছে অতি পরিচিত। মাঠের মতো মাঠের বাইরেও বন্ধু। তাঁদের মধ্যে একজন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন ছিল সোমবার। তাঁকে অভিনব মেসেজ পাঠিয়ে শুভেচ্ছা জানালেন দ্বিতীয়জন, সচিন তেন্ডুলকর। সোমবার ৪৭ বছর সম্পূর্ণ করলেন সৌরভ। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক পা দিলেন আটচল্লিশে। তাঁকে নিয়ে উচ্ছ্বাসে ভাসছে তামাম অনুরাগীরা। সৌরভ নিজে এখন বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার জন্য রয়েছেন ইংল্যান্ডে। সেখানেই তিনি কেক কাটেন। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন সৌরভ। বিশ্বকাপে তাঁর সঙ্গেই ধারাভাষ্য দিচ্ছেন সচিন। একসময় ওপেনার হিসাবে প্রতিপক্ষ বোলারদের বিনিদ্র রজনী উপহার দিয়েছে সচিন-সৌরভ জুটি। অবসরের পর মাইক্রোফোন হাতেও সমান সাবলীল দুজনে। বন্ধু ও সতীর্থকে শুভেচ্ছা জানাতে কোনও কার্পণ্য করেননি সচিন। তিনি সৌরভের সঙ্গে অনূর্ধ্ব ১৫ বিভাগে খেলার সময়কার একটি ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, ‘শুভ জন্মদিন দাদি। তোমার সঙ্গে অনূর্ধ্ব ১৫ দলে খেলা থেকে শুরু করে এখন একসঙ্গে ধারাভাষ্য দেওয়া পর্যন্ত দারুণ সফর। আগামী বছর দুর্দান্ত কাটুক।’