বেঙ্গালুরু: বিদেশে টেস্ট ম্যাচ কীভাবে জিততে হয়, তা শেখানোর মতো লোক চলে এসেছে ড্রেসিংরুমে। কোচ হিসেবে অনিল কুম্বলের নিযুক্ত হওয়াটা দলের উত্সাহ বাড়িয়ে দিয়েছে মন্তব্য করে এ কথা বলেছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা হওয়ার আগে সাংবাদিক বৈঠকে কোহলি বলেছেন, কুম্বলের উপস্থিতি বোলারদের পক্ষে খুবই সহায়ক হবে। বিশেষ করে তিনি এমনই একজন, যিনি দেশের হয়ে বহু ম্যাচ জিতেছেন এবং ভারতে ও বিদেশে জিততে হলে কী করতে হবে তা তিনি জানেন।
নতুন কোচের প্রশংসায় পঞ্চমুখ কোহলি বলেছেন, দলের একাত্মতা গড়ে তোলার জন্য নতুন ধরনের ধারনা সঞ্চার করেছেন কুম্বলে। উল্লেখ্য, গতকাল বসুন্ধরা দাসের গ্রুপের সঙ্গে ড্রাম বাজিয়েছিলেন ক্রিকেটাররা। দলের মধ্যে একাত্মতাবোধ গড়ে তুলতেই এর আয়োজন করা হয়েছিল। কোহলি বলেছেন, এটা দারুন মজাদার ছিল। একইসঙ্গে এরমধ্যে চমকও ছিল। দলের সদস্যদের মধ্যে সহমর্মিতা গড়ে তোলার ক্ষেত্রে এই সেশন খুবই সহায়ক হবে বলেও জানিয়েছেন কোহলি। তিনি বলেছেন, এমনকি ধোনি ভাই আমাদের সঙ্গে যোগ দিয়ে পুরো ব্যাপারটা চুটিয়ে উপভোগ করেছে। এই প্রসঙ্গে কোহলি বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য প্রয়োজনীয় টিপসও দিয়েছেন একদিনের দলের অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজ সফরের মাধ্যমে ভারতীয় দলের টেস্ট-মরশুম শুরু হচ্ছে। কোহলি বলেছেন, ভারত টেস্ট দল হিসেবে কীভাবে গড়ে উঠবে, আগামী দিনগুলিতে তার ইঙ্গিত পাওয়া যাবে। আগামী সফরকে টেস্ট দল হিসেবে নিজেদের যাচাইয়ের ভালো সুযোগ বলেও মন্তব্য করেছেন অধিনায়ক। আগামী বছরগুলিতে ভারত কীভাবে টেস্ট খেলবে তা ওয়েস্ট ইন্ডিজ সফরে স্থির হয়ে যাবে বলেও জানিয়েছেন কোহলি।
বিদেশে কীভাবে ম্যাচ জিততে হয়, তা শেখাতে পারেন কুম্বলে , নয়া কোচের প্রশংসায় কোহলি
ABP Ananda, web desk
Updated at:
04 Jul 2016 01:48 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -