চ্যারিটি! ‘বিগ বস’-এর পারিশ্রমিক কমাচ্ছেন সলমন
Web Desk, ABP Ananda | 04 Jul 2016 11:31 AM (IST)
নয়াদিল্লি: বিতর্ক পিছনে ফেলতে মরিয়া বলিউড সুপারস্টার সলমন খান। ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি টিভি শো ‘বিগ বস’-এর সঞ্চালকের ভূমিকার জন্য তিনি যে অর্থ নিতেন এতদিন, এবার তা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে শোনা যাচ্ছে। টিনসেল টাউনে খবর, শোয়ের সম্প্রচারকারী চ্যানেলকে সলমন প্রস্তাব দিয়েছেন, তাঁকে দেওয়া অর্থের একাংশ যেন তাঁর তৈরি ট্রাস্ট ‘বিইং হিউম্যান’-এর তহবিলে পাঠানো হয়। প্রতিবছরই সলমন বিগ বস-এর জন্য অর্থ বৃদ্ধি করতেন। খবরে প্রকাশ, গতবছর সলমন ‘বিগ বস ৯’-এ এপিসোড প্রতি সাত থেকে আট কোটি টাকা নিয়েছিলেন। তবে, এবছর ব্যতিক্রম।