কুন্তল চক্রবর্তী, কেপটাউন: আজ বিকেল ৩.৩০ -এ সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলতে উড়ে আসার আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন বিরাট। এরপরই বোর্ডের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে। এরপরই বিতর্ক দানা বাঁধে। এরপর ম্যান্ডেলার দেশে চলে আসার পর একবারের জন্যও সাংবাদিকদের সামনে আসেননি তিনি। সেঞ্চুরিয়ন টেস্টে তিনি খেলেছিলেন। কিন্তু আসেননি সাংবাদিক বৈঠকে। ওয়ান্ডারার্সে পিঠের ব্যথার জন্য খেলেননি বিরাট। জোহানেসবার্গ টেস্ট ম্যাচের ঠিক আগে রাহুল দ্রাবিড় ইঙ্গিত দিয়েছিলেন যে বিরাট কোহলি কেপটাউন টেস্ট ম্যাচের আগে কথা বলবেন, কারণ বিসিসিআই মিডিয়া টিমের পক্ষ থেকে বিরাটের ১০০ তম টেস্ট ম্যাচের জন্য বিশেষ প্রস্তুতি রয়েছে।


দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ খেলতে আসার আগে ৯৭ টি টেস্ট খেলেছিলেন বিরাট। এখানে দ্বিতীয় টেস্ট যদি তিনি মাঠে নামতেন তবে তা হল বিরাটের ৯৯ তম টেস্ট। সেক্ষেত্রে আগামীকাল থেকে শুরু হতে চলা কেপটাউন টেস্ট হত কোহলির শততম টেস্ট। কিন্তু জোহানেসবার্গ টেস্ট না খেলায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামীকাল থেকে শুরু হতে চলা টেস্ট হতে চলেছে তাঁর ৯৯ তম টেস্ট। দেশের মাটিতেই নিজের শততম টেস্ট খেলবেন বিরাট।


এদিকে কেপটাউন টেস্টে কোচ দ্রাবিড়ের সামনেই ব্যাটার দ্রাবিড়কে টপকে যাওয়ার সুযোগ বিরাট কোহলির সামনে। আর মাত্র ১৪ রান করলেই দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বাধিক রান করা ভারতীয়ের তালিকায় প্রথম স্থানে উঠে আসবেন ভারত অধিনায়ক। যে তালিকায় এখনও পর্যন্ত শীর্ষে রয়েছেন ভারতীয় দলের কোচ ও প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়। দক্ষিণ আফ্রিকার (south africa) মাটিতে ২২ ইনিংসে টেস্টে মোট ৬২৪ রান করেছেন দ্রাবিড় (dravid)। সেখানে বিরাটের ঝুলিতে এখনও পর্যন্ত মাত্র ১২ ইনিংসে সংগ্রহ ৬১১ রান। কেপটাউনে ২ ইনিংস খেলার সুযোগ পাবেন বিরাট দ্রাবিড়কে টেক্কা দেওয়ার জন্য। রাহুল তাঁর কেরিয়ারে টেস্টে দক্ষিণ আফ্রিকায় ১টি শতরান ও ২টো অর্ধশতরান হাঁকিয়েছেন। অন্যদিকে বিরাটের ঝুলিতে ম্যান্ডেলার দেশে রয়েছে ২ট সেঞ্চুরি ও ২টো হাফ সেঞ্চুরি।