কলকাতা : কেন্দ্রের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার হোম আইসোলেনশনের নিয়ম বদল করল রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, হোম আইসোলেনশন অথবা কোভিড কেয়ার সেন্টারে চিকিত্সাধীন মৃদু উপসর্গ থাকা করোনা রোগীদের ক্ষেত্রে পজিটিভ রিপোর্ট আসার পর ৭ দিন আইসোলেশনে থাকতে হবে। আর কী কী নিয়ম , দেখে নিন।



  • এর মধ্যে টানা তিন দিন জ্বর না এলে ৭ দিনেই আইসোলেশন শেষ হয়ে যাবে।

  • ৭ দিন আইসোলেশনের পর উপসর্গহীনদের দ্বিতীয়বার পরীক্ষাও করাতে হবে না।

  • মৃদু উপসর্গ ছাড়াও যাদের কোমর্বিডিটি রয়েছে, তাদের ক্ষেত্রে অক্সিজেনের সাহায্য ছাড়া পরপর ৩ দিন স্যাচুরেশনের মাত্রা ৯৩ শতাংশের বেশি হলে ৭ দিন পরই শেষ হয়ে যাবে আইসোলেশন।

  • যে সমস্ত করোনা রোগীদের অক্সিজেনের সাহায্য প্রয়োজন, তাদের ক্ষেত্রে আইসোলেশন কবে শেষ হবে, তা স্থির করবেন চিকিৎসকরা 

     রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ২৪ হাজার পেরলো। কলকাতায় দৈনিক সংক্রমণ ৮ হাজার পার! উত্তর ২৪ পরগনাতেও গত ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি মানুষ সংক্রমণের কবলে। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষের গণ্ডি ছাড়িয়েছে! উদ্বেগ বাড়িয়ে একদিনে সাড়ে পাঁচশোর বেশি ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে দেশে।

    আরও পড়ুন :

    বারাসাতের তিতুমির বাসস্ট্যান্ড সংলগ্ন বহুতলে চালু হবে সেফ হোম, ব্যারাকপুরে 'পাশে আছি'



    গত ৫ জানুয়ারি, করোনা আক্রান্তদের হোম আইসোলেশনের নিয়ম বদল করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। নির্দেশিকায় উল্লেখ ছিল,

  • হোম আইসোলেশনের ক্ষেত্রে ১৪ দিনের সময় কমে হয় ৭ দিন।

  • রিপোর্ট পজিটিভ আসার পর ৭ দিন আইসোলেশনে থাকতে হবে।

  • এর মধ্যে টানা তিনদিন জ্বর না এলে ৭ দিনেই আইসোলেশন শেষ হয়ে যাবে।

  • নতুন নির্দেশিকায় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ৭ দিন আইসোলেশনের পর উপসর্গহীনদের দ্বিতীয়বার পরীক্ষাও করাতে হবে না। 

  • কিন্তু মাস্ক পরার অভ্যেস জারি রাখতে হবে। 

  • আক্রান্তদের সংস্পর্শে আসা উপসর্গহীনদের কোভিড টেস্ট করাতে হবে না

  • নিভৃতবাসে থেকে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে