মোহালি: টেস্ট, একদিনের আন্তর্জাতিক বা টি-২০, ক্রিকেটের যে ফর্ম্যাটই হোক না কেন, একইরকম দাপটে ব্যাট করতে দেখা যায় ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে। এর রহস্য কী? বুধবার মোহালিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের জয়ের নায়ক বলেন, ‘আমার জার্সির সামনের দিকে থাকা ব্যাজটিই ভাল খেলার অনুপ্রেরণা। দেশের হয়ে খেলা গর্বের। সেই কারণেই যে ফর্ম্যাটে খেলা হোক না কেন, দলকে জেতানোর জন্য যা করার সেটা আমি করব।’

বিরাট আরও বলেন, ‘বিভিন্ন ফর্ম্যাটে মানিয়ে নেওয়ার জন্য দলকে জেতানোর মানসিকতা ছাড়া আর কিছু দরকার হয় না। দলকে জেতাতে চাইলে উপায় খুঁজে নেওয়া যায়। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি কখনও নিজের কথা ভাবি না। আমি সবসময় দলের প্রয়োজনের কথা ভাবি। টেস্ট ক্রিকেট, একদিনের ক্রিকেট, যা-ই হোক না কেন, দেশের জন্য জিততে হবে।’