মুম্বই: ১২ বছর পর ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক। মহেন্দ্র সিংহ ধোনি সহ তাঁকেও রাখা হয়েছে ১৫ সদস্যের দলে। ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ কার্তিকের নির্বাচন নিয়ে জানিয়েছিলেন, তামিলনাড়ুর এই উইকেটকিপার ব্যাটসম্যানকে রিভার্ভ বেঞ্চে রেখেই বিলেত উড়িয়ে নিয়ে যাওয়া হবে। একমাত্র ধোনি চোট পেলেই তাঁকে খেলানোর কথা ভাববে ম্যানেজমেন্ট। সঙ্গে এও জানিয়েছিলেন, কার্তিকের দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতাই তাঁকে দলে রাখতে কার্যত বাধ্য করেছে। হাতের কাছে ঋষভ পন্থের মতো বিধ্বংসী ব্যাটসম্যান, উইকেটকিপার থাকলেও বিশ্বকাপের মতো মঞ্চে অভিজ্ঞতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে, এ কথা সাফ বুঝিয়ে দিয়েছে ওয়াকিবহাল মহল। ফিনিশারের ভূমিকাতেও নিজের যোগ্যতা দেখাতে পেরেছিলেন দীনেশ, সেটাও নিঃসন্দেহে একটা ফ্যাক্টর।


এসব যুক্তির সঙ্গেই বিশ্বকাপ দলে দীনেশের অন্তর্ভূক্তি নিয়ে বিরাট যোগ করলেন আরও একটি বিষয়। সেটা কী? ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলছেন, দীনেশের অবাধ ধৈর্যশক্তি আছে। ক্রিকেট নির্বাচক মণ্ডলী এবং অতি অবশ্যই দীনেশের পাশে দাঁড়িয়ে ‘ক্যাপ্টেন এগ্রেসিভ’ সাফ জানিয়ে দিলেন, “চাপের মুখে ধৈর্য ধরে ব্যাট করতে জানে দীনেশ কার্তিক।” এবং এই কারণেই বোর্ড কর্তারা তাঁকে দলে রেখেছে বলেও মত ভারতীয় ক্রিকেটের বেতাজ বাদশা-র।


একই সঙ্গে উইকেটের পিছনে দীনেশের পারফরম্যান্সেরও প্রশংসা শোনা গিয়েছে বিরাটের গলায়। তিনি বলেন, “ও অভিজ্ঞ। ভগবান না করুক, এমএস (ধোনি) চোট পেলে উইকেটের পিছনে কার্তিকের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ফিনিশার হিসেবেও ওর পারফরম্যান্স আশাপ্রদ।”