মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছে টিম ইন্ডিয়া। আগামীকাল জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচে জিততেই হবে দলকে। তার আগে টিম হোটেলেই নিজের জন্মদিন পাল করলেন বিরাট কোহলি। সতীর্থদের সঙ্গে কেক কেটে বিশেষ দিনটি উদযাপন করছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেই ভিডিও ক্লিপিংস বিসিসিআইয়ের সোশাল মিডিয়াতেও পোস্ট করা হয়েছে। উল্লেখ্য, এদিন বিরাট ছাড়াও টিম ইন্ডিয়ার মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটনেরও জন্মদিন। তিনিও কেক কাটলেন। ২ জন ২ জনকে কেক খাইয়েও দিলেন। 


 






অনুষ্কার শুভেচ্ছাবার্তা


নিজের মানুষের বিশেষ দিনে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা। তাও আবার একেবারে অন্যভাবে। বিরাটের জন্মদিন বলে কথা। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক শুভেচ্ছাবার্তা আসছে প্রাক্তন ভারত অধিনায়কের জন্য। কিন্তু তিনি তো বিরাট ঘরণী। তাঁর শুভেচ্ছাবার্তা যে একটু আলাদা হবেই। হ্যাঁ, অনুষ্কা শর্মা তাঁর সোশাল মিডিয়ায় বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কিছু মজার ছবি পোস্ট করে। যেখানে বিরাটকে একেবারে অন্য মেজাজে, ভিন্ন অঙ্গিভঙ্গিতে দেখা যাচ্ছে। সোশাল মিডিয়ায় সেই ছবির সঙ্গে ক্যাপশনে বিরাটকে অনুষ্কা লিখেছেন, ''আজ তোমার জন্মদিন ভালবাসা। তাই আমি খুঁজে খুঁজে তোমার সেরা পোজের কিছু ছবি আজ পোস্ট করছি। সবরকমভাবে, সবসময় তোমাকে খুব ভালবাসি।''


বিরাটকে শুভেচ্ছা ম্য়াক্সওয়েলের


শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া দল। চার রানে সেই রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচে ৫৪ রানের দুরন্ত ইনিংসে ম্যাচ সেরার পুরস্কারও পান ম্যাক্সওয়েল। ম্যাচ শেষ হওয়ার পরেই তিনি এক সাক্ষাৎকারে বিরাট কোহলিকে তাঁর জন্মদিনের জন্য আগাম শুভেচ্ছাবার্তা পাঠান। বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের সতীর্থ বলেন, 'আমি আমার এক খুব খুব কাছের বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। বিরাট কোহলি, আশা করছি তোমার দিনটা দারুণ কাটবে। যদিও আমি এরপরেও তোমায় এমনিতেই মেসেজ করব। তাও আগেভাগেই শুভেচ্ছা জানালাম। জন্মদিন উপভোগ কর বন্ধু।'