লন্ডন: প্রথম ওয়ান ডে ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি। কুঁচকির (Groin) চোট ভুগিয়েছে বিরাটকে। যার জন্যই প্রথম ওয়ান ডে (One Day Cricket) থেকে ছিটকে গিয়েছিলেন। তাঁর বদলে প্রথম ম্যাচে একাদশে নেওয়া হয়েছিল শ্রেয়স আইয়ারকে। যদিও ব্যাট হাতে নামার প্রয়োজন হয়নি শ্রেয়সের (Shreyas Iyer)। তার আগেও ২ ওপেনার রোহিত ও ধবন মিলে দলকে জয় এনে দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে কী বিরাটকে পাওয়া যাব?
একাদশে বিরাট খেলবেন?
আজ সিরিজ জয়ের জন্য মাঠে নামতে চলেছে ভারতীয় দল। আর গুরুত্বপূর্ণ ম্য়াচে বিরাটকে হয়ত বিশ্রাম দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত কোনও কিছু অফিশিয়ালি জানা না গেলেও কুঁচকির চোটে ভোগা বিরাটকে বিশ্রাম দেওয়া হতে পারে এই ম্যাচেও। আর তেমনটা হলে গোটা একাদশে আর কোনও বদলের সম্ভাবনা নেই বললেই চলে। শ্রেয়সকেই আবার তিন নম্বর পজিশনে আজ দেখা যেতে পারে।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে বুমরা শুধু ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন তাই নয়, বরং আরও বড়সড় স্বীকৃতি পেলেন। আইসিসির বোলারদের ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন বুমরা।
এছাড়া আগের ম্যাচে বোলিং বিভাগে আরেক সিনিয়র পেসার মহম্মদ শামিও ৩ উইকেট তুলে নিয়েছেন। ২ পেসার মিলেই প্রতপক্ষের ৯ উইকেট তুলে নিয়েছেন আর তাতেই ভেঙে গিয়েছিল ইংল্যান্ড দলের ব্যাটিংয়ের মেরুদণ্ড।
দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরেছিলেন শিখর ধবন। প্রথম ম্যাচে রোহিত অপরাজিত অর্ধশতরান করেছিলেন। ধবন অর্ধশতরান না করলেও অপরাজিত ইনিংস খেলেন। গত মে মাসের পর প্রথমবার জাতীয় দলের জার্সিতে খেলতে নামলেন ধবন।
আরও পড়ুন: ওয়ান ডে সিরিজ জয়ের লক্ষ্যে আজ নামছেন রোহিতরা, কখন, কোথায় দেখবেন ম্যাচ?