Oppo Reno 8 Series: ভারতে Oppo Reno 8 Series লঞ্চ হতে চলেছে আগামী ১৮ জুলাই। এই স্মার্টফোন সিরিজে দুটো ফোন লঞ্চ হবে। Oppo Reno 8 এবং Oppo Reno 8 Pro। চিনে ইতিমধ্যেই এই দুই ফোন লঞ্চ হয়েছে। এবার Oppo-র এই ফোনদুটি লঞ্চ হবে ভারতে। লঞ্চের আগে এই দুই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে Oppo সংস্থা। তারা জানিয়েছে দু'বছরের Android OS আপডেট ছাড়াও চার বছরের জন্য সিকিউরিটি আপডেটও দেওয়া হবে Oppo Reno 8 Series- এর দুই ফোনে। এবার দেখে নেওয়া যাক এই দুই ফোনের সম্ভাব্য কী কী ফিচার প্রকাশ্যে এসেছে।  ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে এই স্মার্টফোন সিরিজ কেনা যাবে। এর সঙ্গে একই দিনে ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো প্যাড এয়ার (Oppo Pad Air), সংস্থার নতুন ট্যাবলেট।


প্রসেসর- Oppo Reno 8 ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ১৩০০ প্রসেসর। অন্যদিকে প্রো মডেলে থাকবে মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ ম্যাক্স প্রসেসর। এই দুই প্রসেসরেই থাকবে ৫জি সাপোর্ট।


চার্জিং- Oppo Reno 8 Series- এর ফোনে থাকতে চলেছে SuperVOOC Fast Charging সাপোর্ট। সংস্থার দাবি এই চার্জারের সাহায্যে মাত্র ১১ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে ফোনে।


ব্যাটারি- এই সিরিজের ফোনের ব্যাটারি সুরক্ষিত রাখতে এবং মেয়াদ বাড়ানোর জন্য রয়েছে ব্যাটারি হেলথ ইঞ্জিন এবং পাঁচ স্তরের চার্জিং প্রটেকশন। গেম খেললেও ফোন যাতে অতিরিক্ত গরম হয়ে না যায় তার জন্য থাকবে কুলিং সিস্টেম। প্রো মডেলে Ultra Conductive কুলিং সিস্টেম এবং বেসিক মডেলে Super Conductive VC Liquid কুলিং সিস্টেম রাখা হবে।


সম্ভাব্য দাম- ওপ্পো রেনো ৮ ফোনের দাম ৩০ থেকে ৩৩ হাজার টাকার মধ্যে হতে পারে বলে শোনা যাচ্ছে। এর পাশাপাশি শোনা গিয়েছে। তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। সেগুলি হল যথাক্রমে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্ট। শিমার ব্ল্যাক এবং শিমার গোল্ড, এই দুই রঙে লঞ্চ হতে পারে ওপ্পো রেনো ৮ সিরিজের বেসিক মডেল। অন্যদিকে ওপ্পো রেনো ৮ প্রো ফোনের দাম ভারতে হতে পারে ৪৫ থেকে ৪৬ হাজার টাকার মধ্যে। এই ফোন ভারতে লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। গ্লেজড ব্ল্যাক এবং গ্লেজড গ্রিন- এই দুই রঙে ওপ্পো রেনো ৮ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে।

আরও পড়ুন: ভারতে ফের লঞ্চ হল নোকিয়ার ফোন, নতুন স্মার্টফোনের দাম কত?