দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে রয়েছেন । কিন্তু তাও মাঠের বাইরে বসে আর অশ্বিন (R Ashwin) । তামিলনাড়ুর অফস্পরিনারকে খেলাচ্ছে না টিম ইন্ডিয়া । এর নেপথ্যে কি বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে অশ্বিনের সুসম্পর্ক না থাকাই দায়ী ?
এরকমই দাবি করে হইচই ফেলে দিলেন নিক কম্পটন। কোহলিকে এর আগে একাধিকবার আক্রমণ করে শিরোনামে উঠে এসেছেন ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার । সেই কম্পটনই এবার মুখ খুললেন ভারত বিশ্বকাপে টানা দুই ম্যাচে বিধ্বস্ত হওয়ার পরে। পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত । দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে ভারত আপাতত সুপার টুয়েলভের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার মুখে। এই পরিস্থিতিতে কোহলির সঙ্গে অশ্বিনের সম্পর্ক নিয়ে ফের একবার বিতর্ক উস্কে দিলেন নিক কম্পটন ।
ইংল্যান্ড সফরে একটাও ম্যাচ খেলেননি অশ্বিন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেই ছবিই অপরিবর্তিত। বিশ্বকাপেও অশ্বিনকে প্রথম একাদশে রাখছেন না কোহলি। তাঁর পরিবর্তে খেলানো হচ্ছে বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তীকে । কোহলির এমন নীতিতেই সরাসরি প্রশ্ন তুলে নিক কম্পটন ট্যুইট করেছেন, “এটাই বুঝতে পারছি না, কোহলির সঙ্গে কাঁটার সম্পর্কের জন্য অশ্বিনকে বাইরে বসানো হচ্ছে ? অধিনায়কের এমন স্বেচ্ছাচারিতা কি চালিয়ে যেতে দেওয়া উচিত ?” কম্পটনের ট্যুইটের পরে ভারতীয় ক্রিকেট সমর্থকরাও দ্বিধাবিভক্ত । অনেকেই কোহলির পাশে দাঁড়িয়ে কম্পটনকে পাল্টা জবাব দিয়েছেন ।
আরও পড়ুন: অধিনায়কের এমন মন্তব্য! কোহলির ওপর ক্ষিপ্ত কপিল
সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ভারতের ৮ উইকেটে হারের পরে বিরাট কোহলি (Virat Kohli) বলেছিলেন, ‘আমরা যথেষ্ট সাহসী ছিলাম না’ । কোহলির সেই মন্তব্যে বেজায় চটেছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। কোহলির মতো বড় মাপের প্লেয়ারের থেকে এমন মন্তব্য আশা করেননি বলে জানিয়ে দিলেন কিংবদন্তি ক্রিকেটার।