দুবাই: আজ এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচ। ইতিমধ্যেই এই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল। অধিনায়ক বিরাট কোহলি টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ঘোষণা করেছিলেন, এই ফর্ম্যাটে তিনি আর জাতীয় দলের অধিনায়ক থাকবেন না। ফলে অধিনায়ক হিসেবে এটাই তাঁর শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ।  


আজ শেষ ম্যাচে দলকে জিতিয়েই অধিনায়কত্ব ছাড়তে চাইবেন বিরাট। কিন্তু তাঁর টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে শেষ প্রতিযোগিতাটি একেবারেই সুখকর হল না। হতাশ হয়েই বিদায় নিতে হচ্ছে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে। বিরাটের সঙ্গেই জাতীয় দলের কোচ হিসেবে এটাই শেষ ম্যাচ রবি শাস্ত্রীর। তাঁর বদলে নতুন কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন রাহুল দ্রাবিড়।


ভারতীয় দলের অধিনায়ক হিসেবে বেশ কয়েকটি সিরিজ জিতলেও, একটিও আইসিসি প্রতিযোগিতা জিততে পারেননি বিরাট। তবে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে তাঁর রেকর্ড দুর্দান্ত। তাঁর নেতৃত্বে ভারতীয় দল ৪৯টি টি-২০ ম্যাচ খেলেছে। তার মধ্যে জয় ২৯টি ম্যাচে, হার ১৬টি ম্যাচে এবং চারটি ম্যাচে কোনও ফল হয়নি।


অধিনায়ক হিসেবে টি-২০ ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন বিরাটই। জাতীয় দলের হয়ে এই ফর্ম্যাটে তাঁর এখনও পর্যন্ত রান ১,৪৮৯। মহেন্দ্র সিংহ ধোনির পর বিরাটই টি-২০ ফর্ম্যাটে ভারতের দ্বিতীয় সফল অধিনায়ক। জাতীয় দলকে ৪২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জিতিয়েছিলেন ধোনি। এক্ষেত্রেও তাঁর চেয়ে পিছিয়ে বিরাট।


ব্যাটসম্যান হিসেবে অবশ্য আন্তর্জাতিক টি-২০ ম্যাচে বিরাটের রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়। তিনি ৩০টি ইনিংসের মধ্যেই ১,০০০ রান করে ফেলেন, যা বিশ্বে দ্রুততম। বিরাটই একমাত্র ভারতীয় টি-২০ অধিনায়ক, যাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজ জিতেছে ভারত।


নিউজিল্যান্ড সফরে ৫-০ ফলে টি-২০ সিরিজ জেতে ভারত। ইংল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজে ভারতের জয় ২-১ ফলে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফরেও টি-২০ সিরিজ ২-১ ফলে জেতে ভারত।