দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে ভারত। তার আগে সোমবার কোহলি ভক্তদের জন্য সুখবর। মরুদেশে হাজির হয়ে পড়লেন মোমের বিরাট!


মাদাম তুসোর মিউজিয়ামের দুবাই শাখায় বিরাট কোহলির মোমের মূর্তির উন্মোচন হল। মূর্তিকে পরানো হয়েছে ভারতের ১৯৯২ সালের বিশ্বকাপে ব্যবহৃত জার্সি। সম্প্রতি যে জার্সি সীমিত ওভারের ক্রিকেটে ব্যবহার করছিল ভারতীয় দল।



দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) মেতে মেয়ের সঙ্গে খেলায়। একরত্তি ভামিকাকে ঘিরেই এখন বিরুষ্কার জগৎ।


চলতি বছর জানুয়ারি মাসে মা হয়েছিলেন অনুষ্কা শর্মা। দেখতে দেখতে ৯ মাস পূর্ণ করেছে মেয়ে। প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে ভামিকা। সোমবার ভক্তদের দারুণ উপহার দিলেন অনুষ্কা। বিরাটের সঙ্গে ভামিকার নতুন ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে। সেই ছবি দেখে দারুণ খুশি বিরুষ্কা ভক্তরা।


ছবিতে দেখা যাচ্ছে, হরেক রংয়ের বলে ভর্তি একটা দোলনায় বসে খেলছে ভামিকা। আর অবাক দৃষ্টিতে বাবার দিকে চেয়ে রয়েছে সে। অপলক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে হাসছেন বিরাটও। বাবা-মেয়ের এমন এক অনাবিল আনন্দের মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন অনুষ্কা শর্মা।ছবিতে ফ্লোরাল ফ্রকে দেখা মিলল ভামিকার। অন্যদিকে বিরাট পরেছিলেন সাদা টি-শার্ট আর বাদামি রংয়ের শর্টস। ছবির ক্যাপশনে অনুষ্কা লিখেছেন, ‘আমার গোটা হৃদয় একটা ফ্রেমে বন্দি’।


সদ্যই মেয়েকে নিয়ে সংযুক্ত আমিরশাহিতে হাজির হয়েছেন অনুষ্কা। রবিবারই কোয়ারেন্টিনের মুহূর্ত লেন্সবন্দি করেছিলেন অনুষ্কা। আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে তাঁর। অধিনায়ক হিসাবে নিজের শেষ আইপিএলে প্লে অফে উঠলেও কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে শূন্য হাতেই বিদায় নিতে হয়েছে। বিরাট কোহলি অবশ্য মরুদেশেই থেকে গিয়েছেন। কারণ, সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা আয়োজিত হয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে। আপাতত আইসিসি-র জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন কোহলি। আপাতত কোয়ারেন্টিনে আছেন। তবে করোনাবিধির কড়াকড়ির জন্য স্ত্রী অনুষ্কা শর্মাও তাঁর সঙ্গে এক ঘরে থাকতে পারছেন না। বিরুষ্কা রয়েছেন একই হোটেলের পাশাপাশি দুই রুমে।