নয়াদিল্লি: কল মিস হয়ে গেলেও গ্রুপ কলের মাঝপথে ঢুকতে পারবেন আপনি। গ্রাহকদের সুবিধায় নয়া ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যেই 'জয়েনেবল গ্রুপ কল' ফিচার নিয়ে বাড়ছে কৌতূহল। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে কীভাবে জয়েন করবেন এই গ্রুপ কলে ?


অনেক ক্ষেত্রে কাজের মাঝে রিং বেজে গেলেও ধরা যায় না হোয়াটসঅ্যাপ গ্রুপ কল। এবার সেই গ্রুপ ভয়েস বা ভিডিয়ো কল ফের ধরার সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ। একবার মিস হয়ে গেলেও গ্রুপ কল চলতে থাকলে ফের জয়েন করতে পারবেন আপনি। এ ক্ষেত্রে আপনাকে নতুন করে গ্রুপ কলে অ্যাড করাতে হবে না অ্যাডমিনকে। স্ক্রিনেই কোন গ্রুপ কল মিস গেছে তা দেখতে পারবেন গ্রাহক।



কয়েক সপ্তাহ আগেই এই নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। 'জয়েনেবল কলস' দিয়ে শুরু হয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের নতুন যাত্রা। এই সেই ফিচারের মধ্যে গ্রুপ চ্যাটকে যোগ করেছে কোম্পানি। তাই কোনও কারণে গ্রুপ কল মিস হয়ে গেলে চিন্তার কিছু নেই। পরেও এই কলে ঢুকতে পারবেন আপনি। যারা হোয়াটসঅ্যাপে অনেক বেশি গ্রুপ ভিডিয়ো ও ভয়েজ কল করেন তাদের ক্ষেত্রে দারুণ কাজের জিনিস এই নয়া ফিচার। 


কীভাবে হোয়াটসঅ্যাপে 'মিসড গ্রুপ কল' জয়েন করবেন ?
কোনও কারণে গ্রুপ কল মিস করে গেলে Tap to join অপশনে ক্লিক করলেই কাজ হবে। নতুন ফিচারের সুবিধা দিতে গ্রাহকদের জন্য 'কল ইনফো স্ক্রিন' দিয়েছে হোয়াটসঅ্যাপ। যেখানে কারা আপনাকে গ্রুপ কলের জন্য ডেকেছে তা দেখতে পাবেন আপনি। এ ক্ষেত্রে কলে ঢুকে অচেনা ব্যক্তিদের জানার প্রয়োজন নেই আপনার। এ ছাড়াও রয়েছে 'জয়েন' বা 'ইগনোর' বাটন। যেখানে ইচ্ছেমতো 'জয়েন' বা গ্রুপ কল থেকে 'ইগনোর' করতে পারবে গ্রাহক। 


হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট থেকে সরাসরি এই গ্রুপ ভিডিয়ো বা ভয়েজ কলে সরাসরি জয়েন করতে পারবেন গ্রাহক। সেই ক্ষেত্রে গ্রাহক একটি নোটিফিকেশন দেখতে পাবেন। যেখানে অংশগ্রহণকারীর পরিবর্তে গ্রুপের নাম দেখানো হবে ইউজারকে। সেখানে হোয়াটসঅ্যাপ স্ক্রিনের ওপরে একটা 'জয়েন' বাটন দেখতে পাবেন গ্রাহক। সেখানে ক্লিক করলেই মুশকিল আসান।  



আরও পড়ুন : Apple MacBook Pro Launch:নতুন ডিজাইনে ম্যাকবুক প্রো আনল অ্যাপল, জেনে নিন দাম


আরও পড়ুন : Apple AirPods (3rd Generation) এল প্রকাশ্যে, কত দামে পাবেন ভারতে ?


আরও পড়ুন : অ্যামাজনের সেলে কত দামে পাওয়া যাচ্ছে OnePlus Bullets Wireless Z Bass Edition ?