পুনে: পুনেতে আইপিএলের ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির দলকে ছয় উইকেটে হারিয়ে দিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির দল। হারের এই যন্ত্রণার মধ্যও ধোনির প্রশংসায় মুখর হলেন কোহলি। চলতি আইপিএলে ধোনিকে পুরানো ছন্দে দেখা যাচ্ছে। ফিরে এসেছেন ফিনিসার মাহি। এতে যে ভারতীয় দলই লাভবান হবে, তা ভালোমতোই জানেন কোহলি। ভারতীয় দলের অধিনায়ক কোহলি বলেছেন, ধোনির এভাবে ধারাবাহিক রানের মধ্যে থাকা ভারতের পক্ষে খুবই খুশির খবর।
প্রথমে ব্যাট করে আরসিবি ৯ উইকেটে করে মাত্র ১২৭ রান। ওপেনার পার্থিব পটেলের ৪১ বলে ৫৩ এবং টিম সাউদির শেষ দিকে ২৬ বলে ৩৬ রান ছাড়া দলের অন্য কোনও ব্যাটসম্যানই সফল হননি।
বোলিং করতে নেমে বল হাতে উমেশ যাদব প্রথম দিকে দুটি উইকেট তুলে নিলেও তাতে লাভ হয়নি বেঙ্গালুরুর। ধোনি ব্যাট হাতে নিশ্চিত করে দেন চেন্নাইয়ের জয়। ২৩ বলে ৩১ করলেন ধোনি। যুজবেন্দ্র চহালকে পর পর তিনটি ছয় (মধ্যে একটি নো বল ছিল) মেরে দলের জয় নিশ্চিত করেন ক্যাপ্টেন কুল।
ম্যাচের শেষে কোহলি বলেছেন, আমি জানি, এটা খুবই বড় ম্যাচ ছিল। আমরা লড়াই করেছিলাম। কিন্তু ক্যাচ মিস হওয়াটাই তফাত গড়ে দিল। তবে দিনটা আমাদের ছিল না। আমাদের ছয় ব্যাটসম্যান উইকেট ছুঁড়ে দিয়ে এসেছে। বোলিংয়ে একটা চেষ্টা করেছিলাম। কিন্তু এত কম রান নিয়ে ম্যাচ জেতাটা অসম্ভব হয়ে যায়। এই উইকেটে আমি খুব সমস্যায় পড়েছি। কিন্তু ধোনির ইনিংস দেখে ভালো লেগেছে।
কোহলি বলেছেন, ধোনির দল খুবই ভালো খেলেছে। এখন আমাদের সমস্যা বাড়ল। প্লে অফে যেতে হলে বাকি পাঁচ ম্যাচের চারটিতে জিততেই হবে।