ঋষভের পাশে রয়েছে টিম ম্যানেজমেন্ট, বললেন বিরাট কোহলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Dec 2019 06:18 PM (IST)
ভারতীয় দলের হয়ে পারফরম্যান্স নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। কিন্তু যেভাবে ঋষভকে ধারাবাহিক সমালোচনার মুখে পড়তে হচ্ছে, তা আতে ক্ষোভ গোপন রাখলেন না ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।
হায়দরাবাদ: ভারতীয় দলের হয়ে পারফরম্যান্স নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। কিন্তু যেভাবে ঋষভকে ধারাবাহিক সমালোচনার মুখে পড়তে হচ্ছে, তা আতে ক্ষোভ গোপন রাখলেন না ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচ শুক্রবার খেলতে নামবে ভারত। এর আগের দিন কোহলি বলেছেন, টিম ম্যানেজমেন্ট পুরোপুরি ঋষভের পাশে রয়েছে। তাঁকে নিজের মতো পারফর্ম করতে না দেওয়ার বিষয়টিকে ‘অমর্যাদাকর’ আখ্যা দিয়েছেন কোহলি। কোহলি সাফ জানিয়ে দিয়েছেন, সর্বক্ষণ ঋষভের পারফরম্যান্স আতসকাঁচের নিচে ফেলা একেবারেই ঠিক নয়। ওকে নিজের মতো খেলতে দেওয়া উচিত। অধিনায়ক সাফ জানিয়ে দিয়েছেন, এই তরুণ ক্রিকেটারকে ম্যাচ উইনার হিসেবেই মনে করে টিম ম্যানেজমেন্ট। ভারতীয় দলে ঋষভকে মহেন্দ্র সিংহ ধোনির সম্ভাব্য উত্তরসূরী হিসেবে অনেকেই মনে করছেন। কিন্তু বিগত কয়েকটি ম্যাচে একেবারেই প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। ব্যাট হাতে তাঁকে চেনা ছন্দে দেখা যায়নি। দলে সঞ্জু স্যামসনের অন্তর্ভূক্তি ঋষভের ওপর আরও চাপ বাড়াবে। কোহলি বলেছেন, ঋষভের সক্ষমতার ওপর আমাদের ভরসা রয়েছে। ভালো খেলা প্লেয়ারদের দায়িত্ব। কিন্তু আমাদের দায়িত্ব ওকে নিজের মতো খেলতে দেওয়া, সমর্থন যোগানো। সম্প্রতি রোহিত শর্মাও বলেছেন, ঋষভকে একা থাকতে দেওয়া হোক। ও ম্যাচ উইনার। একবার ভালো খেলাটা বেরিয়ে আসলে সবাই ওর ভিন্ন দিকটা দেখতে পাবে। কোহলি এ প্রসঙ্গে তাঁর সহকারীর ওই মন্তব্যের কথা উল্লেখ করেছেন।