মুম্বই: রবিবার, ১২ ডিসেম্বর চল্লিশ সম্পূর্ণ করলেন যুবরাজ সিংহ (Yuvraj Singh)। দিনভর শুভেচ্ছাবার্তায় ভাসলেন ভারতের ২০১১ সালের বিশ্বকাপ জয়ের নায়ক। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) থেকে শুরু করে বীরেন্দ্র সহবাগ (Virendra Sehwag), সকলেই জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন যুবিকে।
তবে সেরা শুভেচ্ছাটা জানিয়েছেন সম্ভবত বিরাট কোহলি (Virat Kohli)। একটি ভিডিওবার্তায় তিনি যুবরাজের অজানা গল্প শুনিয়েছেন। কোহলি বলেছেন, 'আমি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে ফিরে জাতীয় দলে যখন জায়গা করে নিই, যুবরাজ সিংহ আমাকে খুব সহজ করে তুলেছিল। খুনসুটি করত, মজার কথা শোনাত । আমাদের খাওয়াদাওয়া একরকম। একরকম পোশাক পছন্দ করতাম। আমরা দুজনই পাঞ্জাবি হওয়ায় অনেক মিল ছিল । পাঞ্জাবি গান পছন্দ করতাম । পোশাক ও জুতো কেনার জন্য একসঙ্গে দল বেঁধে শপিং করতে বেরোতাম ।'
কোহলি এরপরই শুনিয়েছেন এক মজার ঘটনার কথা। বলেছেন, 'সেবার আমরা শ্রীলঙ্কা সফরে গিয়েছি। ডাম্বুলায় ছিলাম। দিন দুয়েকের বিশ্রাম ছিল। আচমকা রাত তিনটে বা সাড়ে তিনটেয় যুবরাজ এসে বলল, চল, সাইকেলে করে কলম্বোয় যাব। আমরা হেসে মাটিতে গড়াগড়ি খেয়েছিলাম। দুদিন পরে আমাদের ম্যাচ, আর এ বলে কী!'
ভিডিওর শেষে যুবরাজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কোহলি।
ভারতীয় ক্রিকেট দলের অন্যতম বড় ম্যাচ উইনার যুবরাজ রবিবার একচল্লিশে পা দিলেন। তাঁর জন্ম ১৯৮১ সালের ১২ ডিসেম্বর। যুবরাজের ৪০তম জন্মদিনে ভক্তরা যুবিকে শুভেচ্ছায় ভরিয়ে দেন। ক্যান্সারের কারণে বহু বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন। কিন্তু পরে তিনি দুরন্ত প্রত্যাবর্তন ঘটান। জাতীয় দলেও ফেরেন। ক্যান্সারের ছোবল সামলে ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার হন যুবরাজ।