কলকাতা: গত দু বছর ধরে করোনা পরিস্থিতি (Covid19) চলছে। করোনা সংক্রমণের আশঙ্কায় দিন গুনছেন কোটি কোটি মানুষ। আর মেনে চলছেন যাবতীয় কোভিড নিয়ম বিধি। এরইমধ্যে এসে গিয়েছে শীতকাল। বিশেষজ্ঞদের মতে, শীতকালে কোভিড সংক্রমণের পাশাপাশি মাথাচাড়া দেয় ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ার (Pneumonia) সমস্যাও। তাঁরা জানাচ্ছেন, একটি কিংবা দুটি ফুসফুসেই যদি নিউমোনিয়ার সংক্রমণ হয়, তাহলে তা মারাত্মক আকার নিতে পারে। তাই প্রাথমিক লক্ষণগুলি থেকেই সতর্ক হয়ে যাওয়া প্রয়োজন। এবং দ্রুত চিকিৎসা শুরু করলে নিউমোনিয়ার সমস্যা সেরেও যায়। তাই সবার প্রথমেই নিউমোনিয়ার লক্ষণগুলি (Pneumonia Symptoms) জেনে নেওয়া প্রয়োজন।


আরও পড়ুন - Psyllium Husk: কারণে-অকারণে ইসবগুল খাচ্ছেন? কী হতে পারে জানা আছে?


১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিউমোনিয়ার প্রথম লক্ষণই জ্বর। 
২. নিউমোনিয়া দেখা দিলে জ্বরের সঙ্গে অত্যধিক কাশির সমস্যাও দেখা দেয়।
৩. কখনও অত্যধিক ঠান্ডা লাগতে পারে আবার কখনও ঘাম হতে পারে বলে মত তাঁদের।
৪. ফুসফুসে সংক্রমণ হওয়ার কারণে নিউমোনিয়া দেখা দিলে শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয়।
৫. সারাক্ষণ ক্লান্তিবোধ দেখা দেয়।
৬. খিদে একেবারেই চলে যায়। মুখে রুচি থাকে না।
৭. মাথা ঘোরা এবং বমিভাবের লক্ষণও দেখা দেয়।
৮. মাথার যন্ত্রণাও নিউমোনিয়ার অন্যতম লক্ষণ।


নিউমোনিয়ার চিকিৎসার ক্ষেত্রে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কী ধরনের আর কতটা মাত্রায় ফুসফুসে সংক্রমণ ছড়িয়েছে, তার উপর নির্ভর করে এর চিকিৎসা। তাই এই আবহাওয়ায় যদি জ্বরের সঙ্গে এই উপসর্গগুলি দেখা দেয়, তাহলে বাড়িতে চিকিৎসা করা কিংবা দোকান থেকে ওষুধ কিনে একেবারেই না খাওয়া উচিৎ। কারণ, নিউমোনিয়ার সংক্রমণ যদি মাত্রাতিরিক্ত হয়, তাহলে প্রাণহানিরও সম্ভাবনা থাকে। তাই উপসর্গ দেখা দিলে সবার প্রথমেই চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। তিনি উপযুক্ত পরীক্ষা করিয়ে যা পরামর্শ দেবেন, সেটাই মেনে চলা দরকার বলে মত বিশেষজ্ঞদের।


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।