হেডিংলে: এরকম ছবি খুব কমই দেখা গিয়েছে। যেখানে সাংবাদিক বৈঠকে কেউ তাঁর বা তাঁর সতীর্থদের খেলার ধরন নিয়ে প্রশ্ন করছেন আর হাসিমুখে তা হজম করছেন বিরাট কোহলি।


শনিবার অবশ্য এরকমই এক ব্যতিক্রমী দিন দেখা গেল হেডিংলেতে। যখন ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক বিরাট কোহলিকে পরামর্শ দিতে শুরু করলেন কীভাবে তাঁর এবং ভারতীয় দলের বাকি ক্রিকেটারদের ব্যাট করা উচিত ছিল। আর তা শুনে মেজাজ হারাতে গিয়েও লাগাম টানলেন কোহলি। শুধু 'ওকে, থ্যাঙ্কস' বলে পরের প্রশ্ন শুনলেন।


বিরাট কোহলি কি 'ক্যাপ্টেন কুল' হয়ে গেলেন? হেডিংলে টেস্টের পর সাংবাদিক বৈঠকে বিরাটের ‘ধন্যবাদ’ মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের বক্তব্য, স্বভাববিরুদ্ধ সংযম দেখিয়েছেন বিরাট।


শনিবার লিডসে ইনিংস ও ৭৬ রানে ইংল্যান্ডের কাছে হারের পর যথারীতি ভারতের চার পেসার নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাড়তি ব্যাটসম্যানের প্রয়োজন আছে কি না, তা নিয়েও বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে। কীভাবে প্রথম ইনিংসে ৭৮ রানে গুটিয়ে গেল ভারতের ইনিংস, তা নিয়েও পর্যালোচনা চলছে। সাংবাদিক বৈঠকে বিরাটকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়। তেমনই একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বিরাট। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।



লিডসে ভারতীয় ব্যাটসম্যানদের কোথায় ভুল হয়েছে, ব্যাখ্যা করছিলেন বিরাট। বলছিলেন, ‘যে বলটা ব্যাকফুটে খেলা দরকার, সেটা ফ্রন্টফুটে খেলা হচ্ছে।’ সেই উত্তর পুরোপুরি শেষ হওয়ার আগেই একজন সাংবাদিক বিরাটকে বলেন, ‘অবশ্যই ইংল্যান্ড ফুল লেংথে বল করছে এবং প্যাড লক্ষ্য করে আক্রমণ করছে। যখন পেছনের পায়ে গিয়ে খেলার সুযোগ থাকছে। ভারতকে দেখে মনে হচ্ছে যে অনেক রান করার সুযোগ হারাচ্ছে।’ সেই মন্তব্যের পর রীতিমতো সংযম দেখালেন বিরাট। শুধু বললেন, ‘আচ্ছা, ধন্যবাদ (ওকে, থ্যাঙ্কস)।'


সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনেকের বক্তব্য, বিরাটের উত্তর না শুনেই যেভাবে কথা থামিয়ে দিয়েছেন ওই ব্যক্তি, তা মোটেও গ্রহণযোগ্য নয়। কেউ কেউ বলেছেন, ভারত ম্যাচ হেরেছে বলে বিরাটকে যে কেউ ব্যাটিং নিয়ে পরামর্শ দেবেন, সেটা মেনে নেওয়া যায় না।


ম্যাচের পরই হাসপাতালে জাদেজা, ভারতীয় শিবিরে চিন্তার ভাঁজ