কলকাতা: অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করার দিন বিরাট কোহলির (Virat Kohli) ভূয়সী প্রশংসা করলেন স্যার ভিভ রিচার্ডস (Viv Richards)। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করেন ভিভ। বিরাটের বিবৃতির ছবি পোস্ট করে লেখেন 'ভারতীয় দলের অধিনায়ক হিসেবে তোমার অসাধারণ পারফরম্যান্সের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা। এখন পর্যন্ত তুমি যা যা অর্জন করতে পেরেছ তার জন্য তোমার গর্বিত হওয়া উচিত। আমি নিশ্চিতভাবেই বলতে পারি ভারতীয় অধিনায়কদের তালিকায় তোমার নাম সবার উপরে থাকবে।'
বিরাটের উদ্দেশে আবেগঘন পোস্ট ইশান্ত শর্মারও। লিখেছেন, ‘তোমার সঙ্গে সাজঘরে কাটানো প্রতিটা মূহুর্তের জন্য তোমাকে ধন্যবাদ। ছেলেবেলা থেকে মাঠ এবং মাঠের বাইরের প্রতিটা মূহুর্ত, যা আমরা শেয়ার করেছি, তার জন্য ধন্যবাদ। আমরা নিজেদের হৃদয় উজাড় করে ক্রিকেটটা খেলেছি এবং আমাদের সৌভাগ্য আমরা ভাল ফল করতে পেরেছি।’
অধিনায়ক বিরাটকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। লিখেছেন, ‘বিরাট, তুমি গর্বের সঙ্গে মাথা উঁচু করে বিদায় নিতে পার। তুমি অধিনায়ক হিসেবে যা যা কৃতিত্ব গড়েছ, তেমনটা খুব কমজনই পেরেছে। নিঃসন্দেহে তুমিই ভারতের সবথেকে আগ্রাসী এবং সফলতম অধিনায়ক। আমার কাছে খুবই দুঃখের একটা দিন, কারণ এই ভারতীয় দলটা আমরা দুজনে একত্রে তৈরি করেছি।’
শনিবাসরীয় সন্ধ্যায় সকলকে চমকে দিয়ে জাতীয় টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ পরাজয়ের ২৪ ঘণ্টার মধ্যেই বিরাট চমক। টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন কোহলি। তাঁর পরিবর্তে টেস্ট দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা।
আগে মনে করা হচ্ছিল, কোহলির পরিবর্তে তিন ধরনের ক্রিকেটেই জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সেরা দাবিদার রোহিত শর্মা (Rohit Sharma)। ইতিমধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে, ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন রোহিত। তবে চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে খেলতে পারেননি হিটম্যান।
আর সেই ফাঁকে দৌড়ে ঢুকে পড়েছেন কে এল রাহুল (KL Rahul)। যাঁকে অজিঙ্ক রাহানের পরিবর্তে টেস্ট দলের সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছিল প্রোটিয়াদের বিরুদ্ধে। দ্বিতীয় টেস্টে কোহলির অনুপস্থিতিতে যিনি দলকে নেতৃত্বও দিয়েছেন। অনেকের মতে, সীমিত ওভারের ক্রিকেটে রোহিতকে দায়িত্বে রেখে টেস্ট অধিনায়ক করা হোক রাহুলকে।