কলকাতা: শনিবাসরীয় সন্ধ্যায় সকলকে চমকে দিয়ে জাতীয় টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ পরাজয়ের ২৪ ঘণ্টার মধ্যেই বিরাট চমক। টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন কোহলি। তাঁর পরিবর্তে টেস্ট দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা।



আগে মনে করা হচ্ছিল, কোহলির পরিবর্তে তিন ধরনের ক্রিকেটেই জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সেরা দাবিদার রোহিত শর্মা (Rohit Sharma)। ইতিমধ্যেই সীমিত ওভারের ক্রিকেটে, ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন রোহিত। তবে চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে খেলতে পারেননি হিটম্যান।


আর সেই ফাঁকে দৌড়ে ঢুকে পড়েছেন কে এল রাহুল (KL Rahul)। যাঁকে অজিঙ্ক রাহানের পরিবর্তে টেস্ট দলের সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছিল প্রোটিয়াদের বিরুদ্ধে। দ্বিতীয় টেস্টে কোহলির অনুপস্থিতিতে যিনি দলকে নেতৃত্বও দিয়েছেন। অনেকের মতে, সীমিত ওভারের ক্রিকেটে রোহিতকে দায়িত্বে রেখে টেস্ট অধিনায়ক করা হোক রাহুলকে।


রাহানেও (Ajinkya Rahane) এক সময় দৌড়ে ছিলেন। অস্ট্রেলিয়ায় কোহলির অনুপস্থিতিতে তাঁর নেতৃত্বে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জেতে ভারত। কিন্তু ব্যাটে রানের খরা তাঁকে দৌড় থেকে ছিটকে দিয়েছে। এমনকী, দক্ষিণ আফ্রিকায় ব্যর্থতার পর কেউ কেউ মনে করছেন, জাতীয় টেস্ট দল থেকেও ছেঁটে ফেলা উচিত রাহানেকে। তাই এই মুহূর্তে তিনি দৌড়ে অনেকটাই পিছিয়ে।


সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের জন্য স্বস্তি বলতে, এই মুহূর্তে কোনও টেস্ট খেলছে না ভারত। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি রয়েছে ভারতের। টেস্ট সেই ফেব্রুয়ারির শেষে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে। তার আগে অধিনায়ক নির্বাচন সেরে ফেলতে হবে বোর্ডকে।


সকালের বৈঠকে কোহলির সিদ্ধান্ত শুনেই মেনে নিয়েছিল বোর্ড!