নয়াদিল্লি: বৃষ্টিবিঘ্নিত তৃতীয় তথা নির্নায়ক ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে টি ২০ সিরিজও জিতেছে ভারত। বৃষ্টির ফলে ৮-৮ ওভারের ম্যাচ হয়। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৫ উইকেটে ৬৭ রান করে। শেষপর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচে ভারত ৬ রানে জেতে। নিঁখুত নিশানায় বোলিং করে ২ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ জসপ্রিত বুমরাহ। ম্যান অফ দ্য সিরিজও হয়েছেন তিনি। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে স্বাভাবিকভাবেই বেশ হাসিখুশি মেজাজে পাওয়া গিয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। কিন্তু একটা প্রশ্ন কোহলির সেই মেজাজ বদলে দিল। সেই প্রশ্নটা মহেন্দ্র সিংহ ধোনির ফর্ম ও দলের তাঁর ভূমিকা সম্পর্কে।
জবাবে কোহলি কিছুটা ক্ষোভের সুরেই বলেন, ‘আমি বুঝতে পারি না, শুধু ওর দিকেই আঙুল তোলা হয় কেন। আমি যদি পর পর তিনটি ম্যাচে রান না করি, তাহলে আমার দিকে কোনও আঙুল ওঠে না। কারণ, আমার বয়স ৩৫ নয়। তাহলে শুধু ওর বেলাতেই কেন। রাজকোটের ম্যাচে যে পরিস্থিতি ছিল, তাতে হার্দিক পান্ড্য ব্যাট করতে আসত, তাহলেও ও-ও হয়ত রান করত পারত না। ধোনি সম্পর্কে এভাবে প্রশ্ন তোলাটা  ঠিক নয়’।
উল্লেখ্য, রাজকোটে হারের পর দলে ধোনির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার।