সংকটের সময়ে আর্থিক সাহায্য করেছেন বিরাট কোহলি, জানালেন সুমিত নাগাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Sep 2019 09:20 PM (IST)
সংকটের সময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির কাছে আর্থিক সাহায্য পেয়েছিলেন বলে জানালেন টেনিস খেলোয়াড় সুমিত নাগাল। সম্প্রতি চলতি ইউএস ওপেনের ম্যাচে প্রথম রাউন্ডে রজার ফেডেরারের মতো টেনিস তারকাকে হারিয়ে নজর কেড়ে নিয়েছেছিলেন সুমিত।
নয়াদিল্লি: সংকটের সময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির কাছে আর্থিক সাহায্য পেয়েছিলেন বলে জানালেন টেনিস খেলোয়াড় সুমিত নাগাল। সম্প্রতি চলতি ইউএস ওপেনের ম্যাচে প্রথম রাউন্ডে রজার ফেডেরারের মতো টেনিস তারকাকে হারিয়ে নজর কেড়ে নিয়েছেছিলেন সুমিত। অন্যান্য খেলার প্রতি তাঁর আকর্ষণ ও ভালোবাসা বারেবারেই দেখিয়েছেন কোহলি। এবার ভারতের এক টেনিস খেলোয়াড়কে তাঁর সাহায্য করার খবর সামনে এল। সুমিত জানিয়েছেন, কানাডা থেকে জার্মানি যাওয়ার সময় তাঁর কাছে মাত্র ছয় ডলার ছিল। সেই কঠিন সময়ে কোহলি তাঁকে সাহায্য করেছিলেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সুমিতকে উদ্ধৃত করে এ কথা জানানো হয়েছে। সুমিত বলেছেন, ২০১৭ থেকেই আমাকে সাহায্য করছে বিরাট কোহলির ফাউন্ডেশন। গত দুই বছর ধরে ভালো পারফর্ম করতে পারছিলাম না এবং আর্থিক সংকটের সম্মুখীন হয়েছিলাম। সেই সময় বিরাট কোহলি যদি পাশে না থাকতেন, তাহলে জানি না আমি কী করতাম। চলতি বছরের গোড়ায় একটি টুর্নামেন্টের পর কানাডা থেকে জার্মানি যাওয়ার সময় আমার ওয়ালেটে মাত্র ছয় ডলার ছিল.. মাত্র ছয় ডলার, তাও সাহায্য পাওয়ার পর। তাই এর আগের অবস্থাটা সহজেই কল্পনা করা যায়। অ্যাথলিটকে লোকজন সাহায্য করলে তা দেশে খেলার বিকাশ ঘটাবে। আমি সৌভাগ্যবান যে বিরাটের সাহায্য পেয়েছি। চ্যালেঞ্জার সার্কিটে ভালো পারফরম্যান্সের সুবাদে ইউএস ওপেনে খেলেন সুমিত। চ্যালেঞ্জার সার্কিটে তিনি আটটি টুর্নামেন্ট খেলেন। এরমধ্যে পাঁচটিতে সেমিফাইনালে ওঠেন এবং একটিতে কোয়ার্টারে ওঠেন। এরফলে ১৭০ পয়েন্ট অর্জন করেন তিনি। এরফলে সুমিত র্যা ঙ্কিংয়ে কেরিয়ারে প্রথমবার প্রথম ২০০-র তালিকায় ঢুকে পড়েন।