ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৪৯টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে ২১টি ম্যাচে জয় পেয়েছিলেন। তিনি বিদেশে ২৮টি টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ১১টিতে জয় পেয়েছিলেন। এতদিন বিদেশের মাটিতে সফলতম ভারতীয় অধিনায়ক ছিলেন সৌরভ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে সেই রেকর্ডও ভেঙে দিলেন বিরাট। তিনি বিদেশের মাটিতে ২৬টি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে ১৩টি ম্যাচে জয় পেয়েছেন। ধোনিকে টপকে টেস্টে সফলতম ভারতীয় অধিনায়ক বিরাট, ভেঙে দিলেন বিদেশে সৌরভের জয়ের রেকর্ডও
Web Desk, ABP Ananda | 03 Sep 2019 11:39 AM (IST)
৪৮ ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে ২৮-তম জয় পেলেন বিরাট।
কিংস্টন: মহেন্দ্র সিংহ ধোনিকে টপকে টেস্টে সফলতম ভারতীয় অধিনায়ক হয়ে গেলেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতীয় দল সহজেই জেতার সঙ্গে সঙ্গে এই রেকর্ড হয়ে গেল বিরাটের। ধোনি ৬০ ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে ২৭টিতে জয় পেয়েছিলেন। ৪৮ ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে ২৮-তম জয় পেলেন বিরাট।