আজ প্রথম ভারতীয় হিসেবে দিন-রাতের টেস্টে শতরান করেন বিরাট। টেস্টে এটি তাঁর ২৭-তম শতরান। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথকে টপকে গেলেন তিনি। টেস্টে সবচেয়ে বেশি শতরানকারীদের তালিকায় এখন ১৭ নম্বরে ভারতের অধিনায়ক। তিনি টেস্টে অধিনায়ক হিসেবে দ্রুততম ৫,০০০ রানেরও রেকর্ড গড়েছেন। পন্টিংকে টপকে টেস্টে অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ শতরানের নজির বিরাটের
Web Desk, ABP Ananda | 23 Nov 2019 08:33 PM (IST)
আজ প্রথম ভারতীয় হিসেবে দিন-রাতের টেস্টে শতরান করেন বিরাট।
ছবি সৌজন্যে ট্যুইটার
কলকাতা: ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্টের দ্বিতীয় শতরান করে আরও একটি নজির গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এটি অধিনায়ক হিসেবে টেস্টে তাঁর ২০-তম শতরান। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে টপকে গেলেন বিরাট। এক্ষেত্রে তাঁর চেয়ে এগিয়ে শুধু দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। টেস্টে অধিনায়ক হিসেবে তাঁর শতরানের সংখ্যা ২৫। বিরাট যেভাবে খেলে চলেছেন, তাতে তিনি স্মিথকেও টপকে যেতে পারেন।