সিডনি: ফর্মে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli), ব্যাটে আসছে রান। আর বিরাটের ছন্দে ফেরার অর্থই হল রেকর্ড ভাঙা গড়ার খেলা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে (IND vs NED) বৃহস্পতিবার অর্ধশতরান করেন বিরাট। ম্যাচ জিতেছে ভারত। এই ম্যাচেই ফের একবার এক নতুন রেকর্ড গড়ে ফেললেন বিরাট, পিছনে ফেললেন সচিন তেন্ডুলকরকে। কী রেকর্ড গড়লেন কোহলি?


সচিনকে পিছনে ফেললেন


সেনা দেশে অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ে সর্বোচ্চ অর্ধশতরান করার কৃতিত্ব নিজের নামে করলেন বিরাট। প্রাক্তন ভারতীয় অধিনায়ক অস্ট্রেলিয়ায় ১৭টি, ইংল্যান্ডে ১৮টি, দক্ষিণ আফ্রিকায় নয়টি এবং নিউজিল্যান্ডে পাঁচটি, সব মিলিয়ে মোট ৪৯টি অর্ধশতরান সেনা দেশে করে ফেলেছেন। বৃহস্পতিবারই নিজের ৪৯টি অর্ধশতরানটি হাঁকান তিনি। অপরদিকে, সচিন তেন্ডুলকর অজিভূমে ১৭, ইংল্যান্ডে ১২, নিউজিল্যান্ডে ১০ ও দক্ষিণ আফ্রিকায় নয়টি, সব মিলিয়ে মোট ৪৮টি অর্ধশতরান করেছেন সেনা দেশে।


গেলকে পেরোলেন


এই রেকর্ড বিশেষ গুরুত্ব পায়, কারণ ঐতিহাসিকভাবে সেনা দেশের পেস বোলিং সহায়ক পিচগুলিতে ভারতীয় দল তেমন ভাল পারফর্ম করতে পারেনি। ভারতীয় ব্যাটাররা বারংবার ব্যর্থ হয়েছেন। তাই এই দেশগুলিতে বিরাট ও সচিনের দাপটই তাঁদের শ্রেষ্ঠত্বের পরিচয়বাহক। প্রসঙ্গত, গতকালের ম্যাচে ৬২ রানের ইনিংসের সুবাদে বিরাট আরও এক তারকাকে পিছনে ফেলে, আরও এক নতুন রেকর্ড নিজের নামে করার দিকে একধাপ এগোলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।


বৃহস্পতিবার ক্রিস গেলকে পেরিয়ে গেলেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৩ ম্যাচে ৯৬৫ রান রয়েছে গেলের। এদিনের ইনিংসের পর কোহলির ঝুলিতে ৯৮৯ রান হয়ে গেল। এবং সেটা অনেক কম ম্যাচ খেলে। মাত্র ২৩ ম্যাচে অবিশ্বাস্য ৮৯.৯ গড় রেখে এই রান করেছেন কোহলি। তাঁর সামনে এখন শুধু মাহেলা জয়বর্ধনে। শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১ ম্যাচে ১০১৬ রান রয়েছে। তাঁর চেয়ে ৮ ম্যাচ কম খেলে মাত্র ২৭ রানে পিছিয়ে কোহলি। সব কিছু ঠিকঠাক চললে চলতি বিশ্বকাপেই মাহেলাকে পেরিয়ে যাবেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোহলির সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়াটা শুধু সময়ের অপেক্ষা।


আরও পড়ুন: ব্যাট হাতে অর্ধশতরান, দলের দুরন্ত জয়, তা খুশি হতে পারছেন না রোহিত, কিন্তু কেন?