দুবাই: প্রায় তিন বছরের অপেক্ষা। অবশেষে গতকাল রাতে সেই অপেক্ষার অবসান ঘটালেন বিরাট কোহলি (Virat Kohli)। ১০২১ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে শতরান হাঁকালেন ভারতীয় তারকা। এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরে আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG) ৬১ বলে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট। তাঁর ইনিংস সাজানো ছিল ১২টি চার ও ছয়টি ছক্কায়। এর আগে আইপিএলে একাধিক শতরান করলেও, এটিই আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে বিরাটের প্রথম শতরান।


বিরাটের অঙ্গীকার


তবে বিরাটের দুরন্ত শতরানে ভর করে আফগানিস্তানকে ১০১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারিয়েও ভারত এশিয়া কাপের ফাইনালে কোয়ালিফাই করতে পারেনি। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে পরাজিত হওয়ায় ভারতের এশিয়া কাপ ভাগ্য আফগান ম্যাচের আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। আফগান ম্যাচ শেষে বিরাট অনুরাগীদের সমর্থনের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি আরও শক্তিশালী হয়ে ফিরে আসার অঙ্গীকারও করেন। নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে এক পোস্টে বিরাট লেখেন, 'গোটা এশিয়া কাপ জুড়ে আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। আমরা আরও উন্নতি করে এবং শক্তিশালী হয়ে ফিরে আসব।'


 






অনুষ্কাকে ধন্যবাদ


তিনি বলেন, 'আমি জানি বাইরের জগতে আমায় নিয়ে অনেক চর্চা হচ্ছিল। আমি (শতরানের পর) আমার আংটিতে চুমু খাই। আমি আজ এখানে দাঁড়িয়ে আছি. তার পিছনে আসল কৃতিত্বটা একজনেরই। সেটা হল অনুষ্কা। এই শতরানটা আমি ওকে এবং আমাদের ছোট্ট মেয়ে ভামিকাকে উৎসর্গ করতে চাই। অনুষ্কার সঙ্গে আমি সবসময় কথাবার্তা বলেছি এবং ও আমায় সাপোর্ট করেছে। তাই মাঠে ফিরে আমি মরিয়া হয়ে রানের পিছনে ছুটিনি। ছয় সপ্তাহের এই বিরতিটা আমায় দারুণ সাহায্য করেছে। আমি বুঝতে পেরেছি আমি ঠিক কতটা ক্লান্ত ছিলাম। বিরতির পর আমি আবার নিজের খেলাটা উপভোগ করছি।' 


আরও পড়ুন: ১০২১ দিনের অপেক্ষার শেষ, বিরাটের ব্যাটে ফের দুরন্ত সেঞ্চুরি