২০১৭ সালের বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকায় বিরাট কোহলি
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০০ ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করল ফোর্বস ম্যাগাজিন। এই লিস্টে একমাত্র ভারতীয় হিসেবে স্থান পেয়েছেন বিরাট কোহলি।
এছাড়া, ৯০ লক্ষ ডলার আয় করেন বিজ্ঞাপন থেকে। বাকিটা এসেছে পুরস্কার থেকে।
ফোর্বস লিখেছে, এখন থেকেই কোহলির তুলনা কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গে হতে শুরু করেছে।
তালিকায় কোহলি রয়েছেন ৮৯ তম স্থানে। তাঁর মোট আয় ২.২০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে ৩০ লক্ষ ডলার তাঁর বেতন।
তালিকার শীর্ষে রয়েছেন কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
সেরেনা উইলিয়ামস রয়েছেম ৫১ তম স্থানে। তাঁর আয় ২.৭০ কোটি ডলার।
প্রতিবেদনে লেখা হয়েছে, কোহলি প্রতিনিয়ত নতুন রেকর্ড গড়ছেন। ২০১৫ সালে তিনি ভারতের জাতীয় দলের অধিনায়কত্ব পান।
তিন নম্বরে রয়েছেন লিওনেল মেসি। তাঁর আয় আট কোটি ডলার।
মার্কিন বাস্কেটবল খেলোয়াড় লিব্রোন জেমস ৮ কোটি ৬২ লক্ষ ডলার কামিয়ে দু নম্বরে রয়েছেন।
রোনাল্ডো মোট ৯ কোটি ৩০ লক্ষ ডলার আয় করে শীর্ষে রয়েছেন।
এরপরই রয়েছেন রজার ফেডেরার। তাঁর আয় ৮.৪০ কোটি ডলার।