নয়াদিল্লি: বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি ২০ সিরিজে দেখা যাবে না ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে। গত মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজ থেকে একটানা খেলছেন কোহলি। সেজন্য ওয়ার্কলোডের বিষয়টি মাথায় রেখে আসন্ন সিরিজে খেলবেন না তিনি।
কোহলি শেষবার বিশ্রাম নিয়েছিলেন জানুয়ারিতে। তখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ দুটি ম্যাচ ও টি ২০ সিরিজ খেলেননি তিনি। এরপর থেকে ধারাবাহিকভাবে খেলে চলেছেন তিনি।
সংবাদসংস্থা জানিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজে কোহলিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্টের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, একটানা ক্রিকেট খেলছেন কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দলে ছিলেন। আইপিএলে খেলেছেন। এরপর বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলছেন তিনি। তাঁর বিশ্রামের প্রয়োজন। তাই তিনি আগামী টি ২০ সিরিজ খেলবেন না। খেলোয়াড়দের বিশেষ করে, যাঁরা সমস্ত ফরম্যাটেই খেলছেন, তাঁদের ওয়ার্কলোড সামলানোর বিষয়টি দলের কাছে অগ্রধিকারের বিষয়। খেলোয়াড়রা যাতে তরতাজা থাকেন এবং যখন সময়ই তাঁরা যাতে নিজেদের সেরাটা দিতে পারেন, তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য।
টি ২০ সিরিজে না খেললেও বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবেন তিনি। আসলে কোহলি আগেই স্পষ্ট করে দিয়েছেন যে, পাঁচদিনের ফরম্যাট তাঁর অত্যন্ত পছন্দের। এছাড়াও চলতি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত যাতে জয়ী হতে পারে সেজন্য কোহলি সর্বতো চেষ্টা করবেন।
টি ২০ সিরিজের জন্য দল বেছে নেওয়া হবে ২৪ অক্টোবর।