নয়াদিল্লি: এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কোনও বিকল্প নেই। দেশের জন্য ঠিক যেমন নেতৃত্ব প্রয়োজন ছিল, তেমনই মিলেছে। বললেন যোগগুরু রামদেব। রাম মন্দির কেবল মোদী-শাহই নির্মাণ করতে পারেন বলে মন্তব্য করেছেন তিনি।


রামদেব আরও বলেছেন, রাম মন্দির নির্মাণ এখন নিশ্চিত। বিষয়টি ভারতীয়দের আত্মসম্মানের সঙ্গে জড়িত। মোদী-শাহ দেশে কেনও অরাজকতা তৈরি হতে দেবেন না, শুধু তাঁরাই পারেন এই মন্দিরের স্বপ্ন সফল করতে। তাঁর কথায়, দেশের সামনে আর্থিক চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু তার মুখোমুখি হওয়ার জন্য মজবুত সরকার ক্ষমতায় থাকা জরুরি। কিছু আর্থিক নীতি পরিবর্তন প্রয়োজন, সেটা প্রধানমন্ত্রী করছেন।

যোগগুরুর আরও দাবি, মহারাষ্ট্র, হরিয়ানায় বিজেপিই সরকার গড়বে। বিরোধীদের কোনও নেতৃত্ব নেই, দেবেন্দ্র ফড়ণবীশই শিবসেনার সঙ্গে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরে আসবেন। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও তাঁর ছেলে আদিত্য ঠাকরেরও জনসমর্থন রয়েছে।

ওঠে বীর সাভারকরের ভারতরত্ন প্রসঙ্গও। রামদেব বলেন, সাভারকরকে জেলে অনেক নির্যাতন সহ্য করতে হয়। স্বাধীনতা সংগ্রামে তাঁর বিরাট অবদান রয়েছে। এবার ভারতরত্ন দিতেই হবে তাঁকে। দেশকে দিশা দেখানো, নিজের ওপর গৌরব বোধ করা ও হিন্দুত্বের কথা বলা কি অন্যায়? যোগগুরুর জিজ্ঞাসা।

বর্তমান সরকারের প্রশংসা করার পাশাপাশি রামদেব আক্রমণ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে। তাঁর মন্তব্য, মনমোহন নির্লজ্জের মত বলেছেন, তিনি হিন্দুত্ববাদী মতবাদের সঙ্গে সহমত নন। তাহলে কি তিনি ইসলাম ও খ্রিস্টীয় মতবাদকে সমর্থন করছেন। এ দেশে হিন্দুত্বের কথা বলা অন্যায় অথচ ইসলাম ও খ্রিস্টীয় কথাবার্তা বলা সোজা। অভিযোগ করেছেন রামদেব।