মুম্বই: ফোর্বস প্রকাশিত ক্রীড়াবিদদের মধ্যে সেরা ১০ ব্র্যান্ডের তালিকায় লিওনেল মেসিকে পিছনে ফেললেন বিরাট কোহলি!


ফোর্বসের সর্বশেষ তালিকায় আর্জেন্টাইন ফুটবল তারকার আগে স্থান পেয়েছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক। ফোর্বসের মতে, কোহলি রয়েছেন সপ্তম স্থানে। সেখানে মেসি রয়েছেন নবম স্থানে।


ফোর্বসের প্রকাশিত তালিকা অনুযায়ী, ব্র্যান্ড কোহলির মোট ভ্যালু বা মূল্য বর্তমানে ১৪.৫ মিলিয়ন মার্কিন ডলার। সেখানে ব্র্যান্ড হিসেবে মেসির মূল্য ১৩.৫ মিলিয়ন মার্কিন ডলার।


প্রসঙ্গত, তালিকায় শীর্ষস্থান দখল করেছেন টেনিস তারকা রজার ফেডেরার। তাঁর ব্র্যান্ডের বর্তমান মূল্য ৩৭.২ মিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস (৩৩.৪ মিলিয়ন মার্কিন ডলার) এবং তারকা দৌড়বিদ (২৭ মিলিয়ন মার্কিন ডলার)।


ভারত অধিনায়ক সম্পর্কে ফোর্বস লিখেছে, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির স্থলাভিষিক্ত হওয়ার সময় ২৮ বছরের কোহলি বিশ্বের অন্যতম মূল্যবান তারকা ব্র্যান্ড হিসেবে উঠে আসেন।


সম্প্রতি, প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংকে টপকে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি সংখ্যক শতরান করার নজির গড়েন কোহলি। গত রবিবার, মুম্বইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে এই নজির স্থাপন করেন কোহলি।