নয়াদিল্লি: ১০২১ দিনের সুদীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। অবশেষে শতরান করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। আফগানিস্তানের বিরুদ্ধে এ বারের এশিয়া কাপে ভারতের (Indian Cricket Team) শেষ ম্যাচে টি-টোয়েন্টিতে নিজের কেরিয়ারের প্রথম এবং সব মিলিয়ে ৭১তম শতরানটি করেন বিরাট কোহলি। এই শতরানের সুবাদে সচিন তেন্ডুলকরের পর, রিকি পন্টিংয়ের সঙ্গে যুগ্মভাবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক শতরান করার কৃতিত্ব নিজের দখলে আনেন বিরাট। তারপর এক সপ্তাহও কাটেনি। ফের এক নতুন ইতিহাস রচনা করে ফেললেন ভারতীয় তারকা।


সোশ্যাল মিডিয়ায় 'বিরাট' ইতিহাস


তবে এবার ব্যাট হাতে ক্রিকেটের ময়দানে নয়, বরং সোশ্যাল মিডিয়ায় ইতিহাস গড়লেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। প্রথম ক্রিকেটার হিসাবে ট্যুইটারে ৫০ মিলিয়ন ফলোয়ারের গণ্ডি পার করলেন বিরাট। ট্যুইটার হোক বা ইনস্টাগ্রাম বা ফেসবুক, সর্বত্রই কোহলির অনুরাগীর ছয়লাপ। ইনস্টাগ্রামে তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির পরেই ক্রীড়াজগতের তারকাদের মধ্যে তৃতীয় সর্বাধিক ২১১ মিলিয়ন ফলোয়ার রয়েছে বিরাটের। ফেসবুকের ক্ষেত্রে সেই সংখ্যাটা ৪৯ মিলিয়ন। শুধু ভারত নয়, গোটা বিশ্বজুড়ে বিরাট কোহলি যে কতটা জনপ্রিয়, এই পরিসংখ্যান কেবল সেই বিষয়টাই সকলের সামনে তুলে ধরে। 


বিরাটের জায়গায় থাকলে বাদ পড়তেন রোহিতরা


এশিয়া কাপের আগে বিরাট কোহলির ফর্ম নিয়ে সমালোচনার অন্ত ছিল না। ইংল্যান্ড সিরিজে তিন ফর্ম্যাটেই বিরাটের ব্যর্থতায় অনেক বিশেষজ্ঞই ভারতীয় দলে তাঁর জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলে দেন। তবে দীর্ঘ এক মাস ছুটি কাটিয়ে এশিয়া কাপে আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েই সাফল্য পেয়েছেন বিরাট। আফগানিস্তানের বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেন তিনি। এখনও অবধি ১৪৭.৫৯-র স্ট্রাইক রেট ও ৯২-র গড় নিয়ে বিরাটের করা ২৭৬ রানই চলতি এশিয়া কাপে কোনও ব্যাটারের সর্বোচ্চ রান। তবে গম্ভীর বরাবরই স্পষ্ট মতামত ব্যক্ত করার জন্য পরিচিত। তাঁর মতে রোহিত শর্মা, কেএল রাহুল, রবিচন্দ্রন অশ্বিনরা কেউই এত দীর্ঘ সময় ফর্মে না থাকলে ভারতীয় দল থেকে বাদ পড়তেন।


গম্ভীর আরও বলেন, 'সত্যি বলতে আমার মনে হয় না (ভারতীয়) সাজঘরের কেউই তিন বছর শতরান না করে দলে থাকতে পারত। রাহানে, রোহিত শর্মা, অশ্বিন, কেএল রাহুলদের তো সকলকেই কোনও না কোনও সময়ে বাইরে বসতে হয়েছে। আমি এমন একজনকেও চিনি না যে তিন বছর শতরান না করে দলে জায়গা পেয়েছে। এটা বিরাট কোহলি বলেই সম্ভব হয়েছে এবং ও নিজের কৃতিত্বে এইটুকু অর্জন করেছে।' ভারতীয় সমর্থকরা আশা করবেন বিরাট কোহলির এই ফর্ম যেন আসন্ন ম্যাচগুলিতেও অব্যাহত থাকে।


আরও পড়ুন: ক্যামেরাবন্দি হয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আফগান তরুণী, কী তাঁর আসল পরিচয়?