কলকাতা: ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রীর নিযুক্তি নিয়ে এই প্রথম মন্তব্য করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানালেন, কোচ হিসেবে অধিনায়ক বিরাট কোহলির পছন্দ ছিল শাস্ত্রী।


বিসিসিআই-র ক্রিকেট পরামর্শদাতা কমিটি (সিএসি)-র অন্যতম সদস্য সৌরভ। সচিন তেন্ডুলকর, সৌরভ ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠিত এই কমিটিই ইন্টারভিউ-র মাধ্যমে রবি শাস্ত্রীকে কোচ হিসেবে বেছে নিয়েছিল।

একটি সংবাদমাধ্যমকে সৌরভ জানিয়েছেন, কোহলি ছাড়াও দলের অন্যান্য ক্রিকেটাররাও শাস্ত্রীকে কোচ হিসেবে চেয়েছিলেন।

উল্লেখ্য, কোহলির সঙ্গে সংঘাতের কারণে অনিল কুম্বলে কোচ পদে ইস্তফা দেওয়ার পর চলতি মাসের গোড়ায় ভারতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন শাস্ত্রী। দায়িত্বভার গ্রহণের পর ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা গিয়েছেন শাস্ত্রী। আজ গলে প্রথম টেস্ট শুরু হচ্ছে। সিরিজ শুরুর আগে কোচ ও অধিনায়ককে শুভেচ্ছাও জানিয়েছেন সৌরভ।

ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, কোহলি এমনটাই চেয়েছিল। শাস্ত্রীকে পেলে ও বেশি খুষি হবে। ওদের সবাইকে শুভেচ্ছা। বিশ্বকাপের আগে ওরা একসঙ্গে দুবছর কাজ করেছিল। এবারও ওরা সাফল্য পাবে বলেই আশা করছি।

ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে পরপর চারটি ডাবল সেঞ্চুরির পর কোহলিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সেভাবে ছন্দে দেখা যায়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ৪৬ রান। অথচ এর আগে ১২ ম্যাচে ৭৫.৯৩ গড়ে ১২১৫ রান করেন কোহলি।

যদিও সৌরভ মনে করছেন, কোহলির ছন্দে ফেরাটা সময়ের অপেক্ষা মাত্র। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের তিন স্পিনার নিয়ে নামার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেছেন সৌরভ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতই ফেভারিট বলে মনে করছেন তিনি।

সৌরভ বলেছেন, শ্রীলঙ্কার এই দলটা ততটা শক্তিশালী নয়। তার তুলনায় ভারত ধারে ও ভারে অনেক বেশি শক্তিশালী। ভারতের ৩-০ সিরিজ জয়ের দারুন সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেছেন সৌরভ।